You are currently viewing শব্দকুঞ্জ ঈদসংখ্যা। অজিত দাশ এর একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা। অজিত দাশ এর একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদ সংখ্যা

অজিত দাশ এর একগুচ্ছ কবিতা

অজিত দাশ এর একগুচ্ছ কবিতা

 

পাথরকুচির বনে 

 

বারান্দায় পাথরকুচির বনে

তুমি ডুবে যাচ্ছ আর আমি তোমার দিকেই

হাঁটতে থাকি,

যেন ঘোরগ্রস্থ জীবনে রবীন্দ্রসঙ্গীতের সাঁকো।

প্রতিরোধ করি,

হাওয়ার জমিনে কান পেতে

নাভিতে ফুল ফোটার শব্দ শুনতে পাই।

 

সুরম্য নকশার পাশে তোমার মুখ 

তাকিয়ে চোখ পুড়িয়ে ফেলি!

 

 

জড়িবুটি  

 

যে তোমার ভাষা জানে না

সে ভেঙ্গে যায় একটু একটু করে

 

নীরবতার পায়ের কাছে বসে থাকি

উড়ন্ত শব্দের মৃত্যু কামনা করে

 

আমিতো শূন্য হয়ে গেছি কবেই

প্রেম আর অপ্রেমের সুতো ছিঁড়ে

যখন তুমি হাতে দিয়ছিলে

মৌনতার জড়িবুটি

 

যেভাবে রক্তিম ধুলো ঢাকা পথ ধরে

নিজেদের মোকামে ফিরে যায়

বৌদ্ধ ভিক্ষুর দল

তেমনি করে শব্দগুলো নিঃশব্দে

ছবি হয়ে যায় একদিন।

 

পথ 

 

যেনো আমারই শরীরে বিছানো

ইটের গাঁথুনি থেকে এইমাত্র উড়াল দিল

একটা শালিক,

তার পায়ের ছাপে পিঠের ভাঁজ খুলে

যেদিকে সেজদা দিয়ে দাঁড়াই

আমাকে পাখি হতে বলে

পড়শিবেলায় তাড়া খাওয়া মাছ,

সাপুড়ে দুলালকানাই।

 

আমি বেফিকর দিলের কাছে হাত পাতি

একটা জলঢোড়ার সমস্ত মগ্নতায়

নত হয়ে বাতাসে ডুব দিই

রূহ এর বন্ধক রেখে আসমানে

সিধ কাঁটা মাটিরশরীরে বাজেআলবাছীর

 

কে জানে?

মৃত্যু আর জীবনের কাসিদা লিখে যে মিহির

তার সামান্য ইশারায় পুলসেরাত হতে পারে

একটা দাগকাটা শামুকের নামলিপি। 

 

আল্পনা

 

ঝরঝরে মাটির ওপর দিয়ে

ফুল তোলা নকশা কেটে চলে যায়

একদল পরিযায়ী হাওয়া,

এমন করে পৃথিবী বুঁদ হয়ে গেল

কোনো চিহ্ন রইলো না আর ডোরাকাটা জ্যোৎস্নায়।

 

শুধু কয়েকটা পাতা মাটিতে ছিঁড়ে পড়ে,

ভেঙে যাওয়া সময়ের টুকরো মুখে নিয়ে

অদৃশ্য হয়ে গেলেমৃত্যুর গায়ে

 

অসংখ্য আল্পনা ফোটে ওঠে।

অজিত দাশ (জন্ম১৯৮৯, কুমিল্লা) মূলত কবি অনুবাদক। দেশের উল্লেখযোগ্য লিটল ম্যাগাজিন থেকে শুরু করে প্রথম আলো সহ গুরুত্বপূর্ণ দৈনিকের সাহিত্য পাতায় নিয়মিত কবিত প্রকাশি হচ্ছে ২০১৩ সাল থেকে।  কবিতার পাশপাশি বাংলা থেকে হিন্দিতে এবং হিন্দি থেকে বাংলাতে অনুবাদ করছেন। পেশায় গ্রাফিক আর্টিস্ট। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমান আবাস, ঢাকার মোহাম্মদপুর। প্রকাশিত বইওশোর গল্প (বেহুলাবাংলা,২০১৮), প্রজ্ঞাবীজ ( মাওলাব্রাদার্স, ২০১৯)

অজিত দাশ
কবি ও অনুবাদক

Leave a Reply