শব্দকুঞ্জ ঈদসংখ্যা গল্প: হাউসের মন আতাউর রহমান মিলাদ গল্প হাউসের মন আতাউর রহমান মিলাদ বাবা-মা'র দ্বন্ধ বিরহের ভেতর দিয়ে আমার বেড়ে উঠা। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই দেখছি বাবা মা'র অবস্থান সবসময়ই দুই মেরুতে। একজন ডানেতো অন্যজন বামে। এ যেন চিরকালীন দ্বন্ধ! তারপরও স্বামী স্ত্রী হিসেবে ওরা ত্রিশ বছর পাশাপাশি কি করে পার করেছেন এটা ভাবনার বিষয় এবংসেটা আমার কাছে এক বড় বিস্ময়ও বটে! বাবা, একেবারে সাদাসিধে গোবেচারা। আমাকে খুব ভালোবাসে,আমিও বাবাকে। আমার সব আব্দার বাবাই পূরণ করে। বাবাকে ঘিরেই আমার পৃথিবী। বৈবাহিক জীবনে, বাবাই আমার দেখা সবচেয়ে নিঃসঙ্গ পুরুষ! মা'কে আমি বুঝতে পারিনা।খুব কাছে থেকেও দুরের মনে হয়। বাবার সাদামাটা জীবনে মা সবসময়ই রঙীন। এই রঙীন ও চাকচিক্যময় জীবনে বাস করেও মা ভেতরে ভেতরে ফাঁকা। মায়ের গোপন কান্না দেখেবুঝতে পারি তার শূন্যতা,অতৃপ্তি,কিন্তু সেটা ঠিক কী বুঝতে পারিনা! আরিফ চাচা,বাবার বন্ধু। সেই প্রাইমারী স্কুল থেকেই খুব ঘনিষ্টতা। বাবার বন্ধু হওয়ায় বাড়িতে অবাধে…