You are currently viewing শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা। বর্ষার কবিতাগুচ্ছ। আজ-কাল-পরশুর গল্প-গোবিন্দ মোদক

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা। বর্ষার কবিতাগুচ্ছ। আজ-কাল-পরশুর গল্প-গোবিন্দ মোদক

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা
বর্ষার কবিতাগুচ্ছ

গোবিন্দ মোদক

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা

বর্ষার কবিতাগুচ্ছ

 

আজ-কাল-পরশুর গল্প

গোবিন্দ মোদক

 

আকাশের মন খারাপ হলে 

এক টুকরো উদাসী মেঘ ভাসিয়ে দেয় অবহেলে।

তার ছায়া কখনও খানা-ডোবার ঘোলা জলে

কখনও দিঘির আয়না-জলে 

আবার কখনও বা সে ছায়া অনিবার্য ভেসে যায়

নদীপথ ধরে, ভাঙাচোরা হয়ে, বেঁকে-চুরে …

আকাশ তো এতোশত জানে না, 

মেঘ ভাসানোতেই তার দুঃখমোচন। 

তবু এই যে ঋতুসম্ভার, সময়ের কারসাজি 

আর জন্মমৃত্যুর উপঢৌকন,

তারই সমান্তরাল একটা সময়রেখা 

টান টান টাঙানো থাকে সময়ের তারে; 

অথচ আকাশ জানে না 

যে মেঘকে সে ভাসানোর জন্য 

এই মুহূর্তে প্রস্তুত হয়েছে, 

সে মেঘ ফিরে এসেছে কিছুক্ষণ আগেই, 

অথচ কোত্থাও 

আজ-কাল-পরশুর গল্প লেখা নেই।

 

 

 

গোবিন্দ মোদক।

কবি ও  সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক – 741103

Leave a Reply