শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা
বর্ষার কবিতাগুচ্ছ
তৈমুর খান
শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা
বর্ষার কবিতাগুচ্ছ
কামড়
তৈমুর খান
কিছুটা এগিয়ে গিয়ে
আবার আসছি পিছিয়ে
হৃদয় বিছিয়েও
আবার নিচ্ছি গুটিয়ে।
চারিপাশে গর্ত
গর্তে জিভ দেখায় সর্প
ছুঁলেই ছোবল দেবে
বিষের বিসর্গ।
নাচতে নাচতে যায়
এই সময়ের মোহ
মোহরাই পেয়ে যায়
সন্তানের স্নেহ।
মাঝে মাঝে তবু বাঘ হয়ে
নিজেকেই ভয় দেখাই নিজে
ছাতাটি শুকনো রাখি
নিজে ভিজে ভিজে।
কমে আসছে দিনের আলো
এখনও জ্বলেনি কোনো চুলো
পরকীয়া এখন আর রান্নাও করে না
হোটেলেই সব সেরে নিলো।
কামড় খেতে খেতে কামড়ের দাগ
শরীর ফুলেছে
শরীরে বিচ্ছিরি গন্ধ
গন্ধ শুঁকে শুঁকে মাছিরা জুটেছে।
তৈমুর খান
কবি
রামরামপুর, রামপুরহাট
বীরভূম, পশ্চিমবঙ্গ
কোলকাতা, ভারত।