শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা
বর্ষার কবিতাগুচ্ছ
রানা জামান
শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা
বর্ষার কবিতাগুচ্ছ
জলের প্রণয়ে শিকড় শিখরে
রানা জামান
নদীতে নারীর স্নিগ্ধতা উচ্ছন্নে যায় কখনো বা
তেঁতুলের স্বাদে নদী মরে গেলে জন্মে স্বৈরাচার
সিঁথিতে টিকলির আদিখ্যেতা রক্ত ঝরালে ভাটিতে
পোড়ে অভ্র হতে থাকে শীলা
পাহাড়ে নরের ঘাম ক্যাক্টাস জন্মিয়ে জড়ো করে জল
জলের প্রণয়ে শিকড় শিখরে চড়ে শেখরের গায়ে
ঝরায় শীকর অস্তিত্ব রক্ষায় অহোরাত্র
সরীসৃপে ঋণ দিয়ে ভূমিধ্বসে বাজায় খঞ্জরি কে জানে বিধাতা
চুলের সাঁকোয় ঝুলে থাকে ব্যাঙ শুরু থেকে শেষে
ব্যাঙের বাসায় নৃত্য করে নিত্য ভয়ের নাসিকা
জল থেকে স্থলে গমনাগমন সুবিধা কিসের!
নাব্যতার ঢলে উড়ে যায় ছোটখাটো জীব
কী কারণে নদী শুকোয় সাগর জেনেও অজানা থাকে আদিগন্ত
বরফের গাত্রে বিন্দাস আরাম জুনের প্রখর রোদে
সাঁতারে পেলব স্পর্শ কোজাগর আনন্দ অসীম
ডানাকাটা পাখি ওড়ে অন্ধকূপে চেপে রেখে অশ্রু
হরিষে বিষাদ কিংবা মাঝে মাঝে বিষাদে হরিষ
হরিণের শিঙে রমণীয় ঢঙ বিস্ময় বিশ্বের
বিস্ময় কোথায় নেই নারী বা নদীর!
সমুদ্রে নেমেও মনে থাকে নদী আর নারী।
রানা জামান
কবি,
ঢাকা, বাংলাদেশ