You are currently viewing শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা। রুদ্র সাহাদাৎ এর একগুচ্ছ বর্ষার কবিতা

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা। রুদ্র সাহাদাৎ এর একগুচ্ছ বর্ষার কবিতা

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা

রুদ্র সাহাদাৎ এর একগুচ্ছ কবিতা

রুদ্র সাহাদাৎ এর একগুচ্ছ বর্ষার কবিতা

 

শ্রাবণ জলে

মাছরাঙা, পানকৌড়ির মতো দীর্ঘ প্রতীক্ষায় বসে থাকি

মৈনাক পর্বতের পাদদেশে তপ্ত রোদ কিংবা ঝড়বৃষ্টি

বসে থাকি চণ্ডীদাস হয়ে অন্তত কাল

রজকিনী আইলো না আর আশাহীন বেঁচে থাকা।

শ্রাবণ জলে কাঁদে দু’চোখ কোনোদিন কেউ দেখে না

শ্রাবণ জলে ডুবে যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম…

 

বৃষ্টি জলে

বৃষ্টি জলে ভেসে যায় পুড়াযৌবন

ভিজতে ভিজতে কাঁদে স্বজনের মুখ

প্রকৃতির নিকট অসহায় জোড়া জোড়া চোখ

নবরূপে সাজে আবারও ভমন্ডল সবুজে সবুজে মায়া।

কেউ একজন পিছন থেকে বলে উঠেন-

বুঝছেন মিয়াভাই- আকাশ কেঁদেছে গতকাল সারারাত

আজও দেখছি তাই কালো সমগ্র নভোমণ্ডল….

 

মৈনাকপর্বতের পাদদেশে হাসে ক্লান্ত মুখ

শরতের খোলা মাঠে গোধূলিবেলায়  এসো গান শুনি পাখিদের –

                                     সবুজ অরণ্যে নৈঃশব্দ্যে হাঁটি

স্বদেশী কথায় দেশাত্মবোধক সুর বেজে ওঠে হৃদমাঝারজুড়ে ক্ষণে ক্ষণে

আজও ভাবুকমন হাঁটে দরিয়ানগর, গোরকঘাটা উঁকি দেয় আদম চোখ।

ঝাউবন, প্যারাবনজুড়ে বিরহী মিউজিক

 মৈনাকপর্বতের পাদদেশে হাসে ক্লান্ত মুখ।

 

পুঁথিপাঠ শুনে কান

মেঘে ঢেকে গেছে যৌবন ক্ষণে ক্ষণে কাঁদে জীবন

আমার বারো মাসই আষাঢ় শ্রাবণ।

তবুও পুঁড়ামন মাঝে মাঝে হাসে, শুনে গান

ধ্যানে জ্ঞানে শাহ আব্দুল করিম, আব্বাস উদ্দীন

ফকির লালনশাহ,হাসন রাজায় ডুবে থাকে পাগলামন ।

সনাতনী সুর, পুঁথিপাঠ শুনে কান অষ্টপ্রহর…

 

কাঁদে মুখ ও মন

সুখী মানুষের ভিড়ে আমাগো সুখ হারিয়ে যায়

ক্রমশঃ কোলাহল বাড়ে দুঃখ বাড়ে,কাঁদে মুখ ও মন প্রতিদিন

দিকহারা ডানাভাঙা পাখির মতন পড়ে থাকি শূণ্যতায় অনন্তকাল-

নাট্যমঞ্চে দেখি নতুন অভিনেতা অভিনেত্রী নতুন নাটক…

 

ঝিনুকমন নীল জলে ভাসে

ঝিনুকমন নীল জলে ভাসে হাসে না কোনো জেলেমন

নৈঃশব্দ্যে সমুদ্রপাঠ প্রকৃতি কাঁদে ঝাউবনে বিরহী সুর শুনছি তাই

আমি জাইল্ল্যার পুত পেয়ে হারানোর যন্ত্রণায় গান গাই

বৃষ্টি পড়ে ভমন্ডলজুড়ে নদীজল স্থলে, বৃষ্টি পড়ে বাড়ির ছাদে আঙিনায়

বৃষ্টি পড়ে চোখে পাতায়,বৃষ্টি পড়ে গালে

বৃষ্টি পড়ে রাজপথ মেঠোপথ পাড়া-মহল্লা অলিগলি- পানিবন্দি বত্রিশ কোটি পা

আচমকায় ম্যানহোলে ভেসে ওঠে অজ্ঞাত ভাইয়ের লাশ

কে যেনো বলে ওঠেন টেলিভিশনের টকশোর পর্দায় আমাগো সচেতনতার বড্ড অভাব….

 

গন্তব্যহীন

আস্তে আস্তে সরে যাচ্ছি গন্তব্যহীন দর বহুদর আরও দ

আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি সামনে পেছনে গভীর অন্ধকার।

তবুও আমি আমরা স্বপ্ন দেখছি রঙিন স্বপ্ন, রোজ প্রজাপতি দিনগুলো সাজিয়ে রাখছি

জনে জনে প্রতিজ্ঞা ভঙ্গ করছি

ভুলে যাচ্ছি অতীত, সীমানা পেরিয়ে আজ অন্তহীন পথে চলেছি।

 

গোরকঘাটা,বাবুদিঘির আড্ডা খুউব মিস করছি..

রুদ্র সাহাদাৎ
কবি

Leave a Reply