SHABDAKUNJA EID ISSUE BILINGUAL PRESENTATION BY RANA ZAMAN BILINGUAL PRESENTATION BY RANA ZAMAN বসন্তকাল ভালো লাগে খুব রানা জামান ফাগুনের কাল এলে গাছের গা ফুঁড়ে, হরেক রকম ফুল ফুটে কাছে দূরে। কোকিলের সুর খেলে বসন্তের ঘ্রাণে, সুমধুর কুহু তানে সুধা ঢালে প্রাণে। সর্ষের হলুদ ফুলে মৌমাছির হুল, কতক খুকির কানে দোলে হয়ে দুল। পলাশের লালে লাল কিছু বৃক্ষচূড়া, জোস্নার পরশ পেয়ে পদ্যের গা পুরা। প্রজাপতি খুব খুশি পুষ্প ভরা বাগে, নববধূ খোপা বাঁধে ফুলে অনুরাগে। ফুল থেকে ফুলে ওড়ে ভ্রমরের পাল, ছাতিম ফুলের ঘ্রাণে দৃঢ় হাতে হাল। ফুলে ফুলে ভরা থাকে ফাগুনের মাস, ইচ্ছে করে হয়ে থাকি পুষ্পবনে দাস। সকাল বিকাল নিত্য গণ্ড ছোঁবো ফুলে,…