You are currently viewing শব্দকুঞ্জ ঈদসংখ্যা। মোহাম্মদ হোসাইন এর গুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা। মোহাম্মদ হোসাইন এর গুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৪

মোহাম্মদ হোসাইন এর গুচ্ছ কবিতা

মোহাম্মদ হোসাইন এর গুচ্ছ কবিতা

 

 

শূন্যতা

এখানে জল নেই
জল কোথায়?

বালি শুষে নিয়েছে
অসময়ে জীবনও শুষে নেয়
রূপ রং রস…

কখনো কখনো মাটি ফেটে গেলে
জমিন দু’ভাগ
 
রিক্ত হয়ে গেলে মানুষও চৌচির
অসমাপ্ত কোলাজ!

পৃথিবীতে কত জল গড়িয়ে যায়
অথচ, মানুষের বঞ্চনা শেষ হয় না!

০৪/০৪/২০২৪.
 

ঘাগরা

পারা না পারা নিয়ে বেঁচে আছি।

ক্ষণে ক্ষণে ঘুংঘুর বেজে ওঠে
আমিও ঘুংঘুর ত্রিতালে নাচি।

বৃষ্টির ফোঁটা মাধবীর মতো
স্নেহ দিয়ে যায়
আমার অশান্ত মন- তাকে
পাজাকোলা করে নেয়

ঘাগরার নীচে সুচেতনা সু
অবিকল মধুরিমা, পানতোয়া

উতরোল…!
০৪/০৪/২০২৪।

অন্ধকার জ্বেলে রেখেছি


কেউ দেখে না।
জ্বালানো মোম চোখে পড়ে

দূরীভূত আলো সকলে দেখে না।

নিজের ভেতরেই অফুরন্ত অন্ধকার

সেই আলোহীন দীপ জ্বেলে রেখেছি

পৃথিবী কী করে
  চিনবে
কী করে বুঝবে – অন্ধকার জ্বলে
জ্বলে সুরমস কুসুম হয়ে যায়…!
০৪/০৪/২০২৪।

কবি পরিচিতি
কবি মোহাম্মদ হোসাইন-এর জন্ম ১৯৬৫ সালের ১ অক্টোবর, সুনামগঞ্জে। লেখালেখি শুরু ছোটবেলাতেই। নানা পত্রিকায়, নানা মাধ্যমে চল্লিশ বছর ধরে নিরন্তর যাত্রা। কবিতাই তাঁর ধ্যান, নিমগ্ন আরাধনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর শেষে পেশা হিসেবে নিয়েছেন শিক্ষকতাকে।

প্রকাশিত কাব্যগ্রন্থ

ভালোবাসা নির্বাসনে গেছে (১৯৯৫)
মেঘগুলো পাখিগুলো (২০০১)
অরণ্যে যাবো অস্তিত্বে পাপ (২০০৩)
পালকে প্রসন্ন প্রগতির চাকা (২০০৪)
ভেতরে উদগম ভেতরে বৃষ্টিপাত (২০০৬)
মেঘের মগ্নতায় রেশমি অন্ধকার (২০০৯)
বৃষ্টির গান মায়াবাস্তবতা (২০১২)
রূপপ্রকৃতির বিনম্র চিঠি (২০১৩)
নৈঃশব্দ্যের এস্রাজ (২০১৪)
অন্তিম জাদুর ঘূর্ণন (২০১৫)
বিভাজিত মানুষের মুখ (২০১৫)
অনূদিত রোদের রেহেল (২০১৫)
ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে (২০১৭)
তুমুল বেজে ওঠে অন্ধকার (২০১৯)
হায়ারোগ্লিফিক্স (২০২০)

চেনা গন্ধের মেটাফোর (২০২০)

ঈশ্বরের ছায়াচিত্র (২০২১)

 

ইমেইল
mhossainsyl65@gmail.com 

মোহাম্মদ হোসাইন
কবি

Leave a Reply