You are currently viewing শব্দকুঞ্জ ঈদসংখ্যা। জাফর সাদেক এর গুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা। জাফর সাদেক এর গুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা

জাফর সাদেক এর গুচ্ছ কবিতা

জাফর সাদেক এর গুচ্ছ কবিতা


বৃত্তদুখে ভীতিসুখ

কাহলিল জিবরান– তোমার কবিতার উত্তাল নদী হয়ে ঠিক
সমুদ্রে রূপান্তর হলো না এ-জনম
হয়তো বাহন আর সওয়ারি চেনায় অযোগ্য আমি চিরকাল

যে-জনম উল্টো সব পথ
প্রেমহীন তিলরাজ্যে পাইনি পাথারে হারানোর সুখ
মাত্র বিশুদ্ধ এক কবিতায় জন্ম নেবার ইচ্ছায়
বর্ষায় ক্লিভেজ-খাদে পাই নি ডুবে মরার ডাক
কিন্তু যে-জনম উল্টো পথ

যে-জনম প্রণয়ের চাদরে নিয়েছিল পূর্ণিমার চাঁদ
দেশান্তর প্রেমিক জানে সেটা সূর্যের কিরণের ভিন্ন রূপ
সব আঁধি-বৃত্তে তাই এখনও পাই প্রথম সঙ্গমের ভীতিসুখ



জলসূত্র

এখনও আমাজন নারীর মধুকূপ ধরে গিরিপথ
পেঁচিয়ে রাখে অজগর সাপের দশ হাত
স্পর্শের ছন্দে
বস্ত্রের বিকল্প আবরণে
নগ্নতা এখানে শিশুর লুকোচুরির শিল্পের অঙ্গন
প্রকৃতির আশ্রমে প্রকৃত জীবন

বনের ইশারা দূরেই ছিলো ঘন হয়ে উদাস সুন্দর
সাগরের জল যেমন তৃষ্ণার্তের পানীয় নয়
শরীর লুকিয়ে ও-ঢেউয়ে কাটানো যায়
                          তবুও স্নানের শিহরন
বস্ত্রের বাহুল্য দিয়ে ভালোবাসা কেবল
নগ্নতার জলসূত্রে প্রবেশের দুয়ার

অথচ দূরকে কাছে নিতে তারাদের আকাশও দূর নয়
স্পর্শে মুগ্ধতা না থাকলে
মহুয়ার বন কীভাবে লুকিয়ে রাখে
মৃত্যু থেকে জাগ্রত হবার জারক রস

তোমাকে পান করা প্রতিরাত আমার মৃত্যুমুখ
এখনও তোমার চোখে সূর্যোদয়–
  আদিম ভোরের সুখ


হারু ডাকাতের ফেরা

যোগেশ ময়রা মেলে আছে অপেক্ষার রাত
কেননা ফিরবে হারু ডাকাত
 
প্রতিরাতের মতো ফেরাপথে নেবে গুড়ের সন্দেশ
কন্যার ভালোবাসার পথে তার ঘুমের ডাক
শীতে কাঁপছে প্রহর
 
প্রভাতের সাঁকো তখনও বেশ দূর

ময়রার অপেক্ষার চোখে ক্লান্ত প্রহর ঝাঁপ ফেলে দেয়
দিন শুরু করে সে আবার গণেশ পূজায়
তবুও মিষ্টিপ্রিয় জিনের প্রতি তার আছে বিশ্বাস

কিন্তু সে-রাতে ফেরেনি আর হারু ডাকাত
ফেরা না ফেরার কুয়াশার ভোর নিয়ে এবার যেমন
সরষে ফুলের মৌদল
ছেড়ে যাচ্ছে হলুদ প্রান্তর হয়ে তোমার বাড়ির উঠোন
যোগেশ ময়রার মতো আমরাও অপেক্ষায়
জানি, সামনের ঋতুতে আবারও ফুটবে আমের মুকুল


ডার্টবোর্ড

জুয়াড়ি জানে, জীবন সচল রাখে ডার্টবোর্ড
কেবল বদলে যায় তীরন্দাজ
সন্ধায় সে নেয় ক্যাসিনোর পানীয়জল
মধ্যরাতে তার হাতে কে ধরিয়ে দেয় অর্জুনের তীর
যুবতীর হাতে রক্তাক্ত গোলাকার বোর্ড গতি পায় আবার

বিনিময় প্রথার কাছে থাকবে ভাঙা সেতুর কম্পন
পারাপার নিশ্চিত করতে হয় আলোর পথ থাকতেই
অন্ধকার তো এপারওপার এক করে দেয়
তখন কম্পিত সেতুতে কালপুরুষের ছোঁয়াছুঁয়িকাল

তরুণীর হাতে নিথর চাকা সচল হলে
জুয়াড়ি কেঁপে ওঠে ভোরের কথা ভেবে
কে বাঁচে বিষাক্ত চুম্বনে
নিষিক্ত ভোরের মুগ্ধতা রেখে
হয়তো একাকী অশ্বত্থ আর ভোরের পাখির দল

দুখি বৃক্ষদের উপড়িয়ে পাখিরা নিয়ে নিয়ে যেতে চায়
তাদের হেমন্তের গ্রামের প্রান্তসীমায়




বারো দুয়ারের আগে

কবিতার চিত্রকল্পে ফলদ বৃক্ষে কেন আমার পক্ষপাত
দেখ, চারিদিক এই নিয়ে নানান গুঞ্জন
বর্ষায় ভেজা কবিতা শুকোনোর ছলে
আমি নাকি শুষে নিয়েছি তোর খাঁড়ির সব জল
  
জঙ্গলের পথে নাকি ঝাঁকি দিয়েছি তোর রক্ষিত ফলাঞ্চল

তোর গিরিখাঁজে রাত্রি হয়ে কতো কবিতাই লিখি রোজ
এই দূরের অদৃশ্য শক্তি তো জানিস
ইচ্ছের কাছেই স্নানের নদী
ইচ্ছের অধরের বলয়ে উদলা রূপসী
ওই তীরে
পথিক তো বিহবল যাদুকর সিক্ত-অক্ষরে নামায় ভোর

হাজার রাত্রির কবিতা নিয়ে
আমার এখন এগারো দুয়ারি নদীর ঘর
বারো দুয়ার হবার আগে ফিরতে চাই প্রথমে
তোর নিজস্ব বনাঞ্চল

জাফর সাদেক।  পিতার চাকুরিসূত্রে বাল্যকাল ও শৈশব কেটেছে রেলওয়ে কলোনির বৈচিত্র্যময় জীবন ও ভ্রমণের নৈসর্গিক পথে। ছাত্রজীবনের মধুর স্মৃতি এবং পরবর্তীতে কর্মময় জীবনে বহুজাতিক কোম্পানির কর্মকর্তা হবার সুবাদে গোটাদেশটাই যেন তার চোখের রাজ্যে।
চাকুরির অধিকাংশ সময় কেটেছে বৃহত্তর সিলেট, চট্টগ্রাম ও পঞ্চগড় এলাকার চা-বাগানের প্রকৃতির আঁচলে। চাকুরির শুরুতে বৃহত্তর বরিশালের নদীময় জীবন তাকে দিয়েছে অফুরন্ত বোধের ভাণ্ডার।
  তাছাড়াও দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে উন্নত কৃষি-ব্যবস্থাপনার সহযোগী হিসাবে জড়িয়ে আছে তার নাম।
শৈশব থেকেই তার কবিতায় বসবাস।
  প্রকৃতি, অভিজ্ঞতা, পরাবাস্তবতা ও স্বতন্ত্র কাব্যভাষ মিলিয়ে কবিতায় অদ্ভুত এক ঘোরের রাজ্যে নিয়ে যান তিনি পাঠককে।


জন্মভূমি : পাকশী, পাবনা।

 


চাকুরি : রিজিওনাল ম্যানেজার, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড ( জার্মানভিত্তিক বহুজাতিক কোম্পানি)।
email : sadeque196427@gmail.com

কবিতাগ্রন্থ– ১০ টি
তাঁকে ছোঁয়া যেন ঈশ্বর ছুঁয়ে থাকা (২০০৬)
হাজং যুবতীর চুরুট (বইমেলা -২০১৮)
দম-যোগিনীর তাল (বইমেলা, ২০১৯)
মন্ত্র নই তৃষার আঙুল বইমেলা (বইমেলা, ২০১৯)
পুনশ্চ অদম্য অর্জুন (বইমেলা ২০২০)
ধুনজলে জেগেছি নোঙর (বইমেলা, ২০২০)
নগেন চোরের গ্রাম ( বইমেলা , ২০২১)
একা এক দারুগাছ ( বইমেলা , ২০২২)
অসম্পূর্ণ বৃন্দাবন ( বইমেলা, ২০২৩)
ঝড়ের ব্যর্থতা প্রদীপে ( বইমেলা, ২০২৪)

জাফর সাদেক
কবি

Leave a Reply