You are currently viewing শব্দকুঞ্জ ঈদসংখ্যা। শামীম ইমাম এর গুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা। শামীম ইমাম এর গুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা

শামীম ইমাম এর গুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা – ২০২৪

শামীম ইমাম এর গুচ্ছ কবিতা

আত্মান্বেষণ

 

কার সঙ্গে বাঁধি ঘর? কার জন্যে কাঁদি?

হিসেব করে পাই না কিছু,

তবু হিসাব কষি নিরবধি।

অলিন্দতে ধরি তারে, নিলয় থাকে ফাঁকা,

মোহ সাগরে তনু ডুবে, মনে মনে একা।

 

এই মাটির দেহে জীবন ভরে,

মোরে ছাড়লো যে জন ভব সাগরে,

আমি অহর্নিশি খুঁজে ফিরি

তবু পাই না তার দেখা।

 

দিন কেটে যায়, রাত কেটে যায়,

পথ চেয়ে রই আশায় আশায়;

কোথায় সে জন, কোন সে দূরে,

নিশিদিন যে আমায় টানে,

তারে কেমন করে পাই?

 

আমার মনের কাবা ঘরে,

যে জন সদা বসত করে,

দেখতে তারে পাই না কভু;

বেলা শেষের ক্ষণে তবুও

তার পরশ শুধু চাই।।

 

স্মৃতির পটে

 

চোখ মেলে পাই না তোমায়,

তাই মন খুলে আজ দেখি;

নয়নের জালে দাও না ধরা,

তাই হৃৎ দেয়ালে রাখি।

 

চোখের আড়াল হলেই যদি

আড়াল হওয়া যেতো,

স্মৃতিরা কী পারতো তবে

হাজার কথার মালা নিয়ে,

মন মন্দিরে সঙ্গোপনে

দিতে হানা এতো!

 

চোখ মেলে পাই না তোমায়,

তাই মন খুলে আজ দেখি;

স্মৃতির পটের চিত্রগুলো

হৃৎ দেয়ালে রাখি।

 

অন্বেষণ

 

পথিক তুমি পথ হারিয়ে ফিরছো কেন

পুরানো সেই বাটে,

ফেলে যাওয়া পথের মাঝে

আজি খুঁজছো কেন তাকে?

 

কোন সাগরে ডুব দিলো সে,

পায় না খুঁজে তারে,

ঢেউয়ের পরে ঢেউ ভেঙ্গে যায়,

সাগর মন্থন করে।

সব সাগরই মন্থন হলো খুঁেজ খুঁজে হায়!

কোথায় গেলো তার সেই মানিক?

কোন চিহ্ন নাই।

 

যে পথে সে গেলো ছেড়ে,

আজকে আবার এক এক করে

সেই পথেই খুঁজে মরে;

পথে খুঁজে, ঘাটে খুঁজে

খুঁজে জগতময়;

ফেলে দেওয়া মাণিক কী আর

একলা পড়ে রয়?

 

কোন ক্ষণেতে, কোন বণিকে

নিয়েছে তা তোলে,

মাণিক সেথায় আজ আলো ছড়ায়

 

অতীত আবাস ভুলে।

শামীম ইমাম
কবি

Leave a Reply