You are currently viewing অণুগল্প: রেইনকোট-সমাজ বসু

অণুগল্প: রেইনকোট-সমাজ বসু

শব্দকুঞ্জ কাশবন সংখ্যা

অণুগল্প: রেইনকোট
সমাজ বসু

অণুগল্প

রেইনকোট

সমাজ বসু

 

কলিংবেলের শব্দে দরজা খুললেন অমিতা দেবী।

— এই বৃষ্টিতে আসতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না মাসিমা। ডেলিভারি বয় তপন মিলটা তাঁর হাতে তুলে দিয়ে বলল।

— তা এই তুমুল বৃষ্টিতে এলে কেন? একটু কমলে না হয় আসতে।

— একটা বেজে গেছে। আপনারা বয়স্ক মানুষ কখন খাবেন?

— একটা দিন না হয় দেরি করেই খেতাম। তাই বলে এইরকম ভিজে আসতে হয়?

— রেইনকোট সঙ্গে আছে তো?

— পুরনোটা ছিঁড়ে গেছে। একটা কিনতে হবে।

— একটু দাঁড়াও,আমি আসছি। মিলটা নিয়ে ঘরে চলে গেলেন অমিতা দেবী।

 

কিছুক্ষণ পর একটা রেইনকোট তপনের হাতে তুলে দিয়ে বললেন– “আকাশের যা অবস্থা,এখনই ধরবে বলে মনে হচ্ছে না। আমার ছেলের রেইনকোট দিচ্ছি, নিয়ে যাও। ছেলের আরও দুটো আছে। এটা আর ফেরত দিতে হবে না। ভালবেসে দিলাম, কিছু মনে করো না তপন। রেইনকোটা নিলে আমি শান্তি পাব,নাও।”

 

অমিতা দেবীর গলায় এইরকম মমতা মাখা সুরের কাছে তপনকে হার মানতেই হল। রেইনকোটটা হাতে নিয়ে তার মনে হল,মায়েরা বোধহয় সব একইরকম হয়।

 

 

ঠিকানা —

৫৬এ, মিলন পার্ক।। ডাক– গড়িয়া 

কলকাতা –৭০০০৮৪

 

ফোন –৯০০৭৮৬৯৯৬৬

Leave a Reply