শব্দকুঞ্জ কাশবন সংখ্যা
অণুগল্প: হতাশা
হাবিবুল্লাহ রাসেল
অণুগল্প
হতাশা
হাবিবুল্লাহ রাসেল
কাশবনের আগুন নিভে গেছে। লাঠিপেটা খেয়ে বেঁচে যাওয়া আহত কাশফুলেরা ব্যথা নিয়েও ভস্মীভূত কাশফুলদের জন্য আহাজারি করছে।
– ঘাসেরা জিজ্ঞেস করল, ওরা তোমাদের মারল কেন?
– আমরা শরতে ফুটি, আর সাদা বলে।
– ওদের অন্তর কি কালো, ওরা কি সাদা সহ্য করতে পারে না?
– আর সনাতন ধর্মের লোকেরা আমাদের দিয়ে পূজা করে বলে।
– তাতে ওদের কি? কত মানুষই তো আসে তোমাদের শুভ্রতায় বিনোদন নিয়ে অন্তর পবিত্র করতে। আর ওরা ধর্মের দোহাই দিয়ে এভাবে তোমাদের হতাহত করল!
– দিনদিন ওরা ধর্মে ধর্মে ভাগ হচ্ছে। আর আমাদের উপরও তা চাপিয়ে দিচ্ছে।
– আমরা তৃণরা কেবল তৃণ, পাখিরা কেবল পাখি, পশুরা কেবল পশু, কিন্তু ধর্ম ধর্ম আর রাজনীতি রাজনীতি করে ওরা কিছুতেই মানুষ হতে পারল না!