শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা বর্ষার কবিতাগুচ্ছ পাখির জন্মদিন টিপু সুলতান

Spread the love

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা
বর্ষার কবিতাগুচ্ছ

টিপু সুলতান

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা

বর্ষার কবিতাগুচ্ছ

 

পাখির জন্মদিন

টিপু সুলতান

 

আজ পাখির জন্মদিন—সবুজ বনের অর্গান খুলে

পাহাড় ভরতি মারিজুয়ানা দুপুর চারদিকে উড়ছে

পথের মতো ভ্রমণ আর মানুষের চেহারায়—ভেসে

ওঠে দূরের গ্রাম—শহর।শিশুদের খেলনায় দাঁড়ায়ে

বাঁকা নদীর মতো—মৃত সন্ধ্যার বিলরোবিন চাঁদ—

শৈশবের বাগানবাড়ি,কাঠের দরজা খুলে দিয়েছে

 

পাখি ওড়ে—রমণীরা সন্তানের চোখে চোখ পাতায়

 

এখানে ভীষণ একটা পথ পাখিরা বহন করে—

আপন ভেবে—ভোর,অভিরূপ বংশগড়ন লাফিয়ে

ওড়ে—তাতে স্বরবর্ণ,ব্যঞ্জনবর্ণ—দুটো গান নাচে

—তীরবর্তী ছায়াযুবতীর এই অতল খুনসুটি

 

সাজানো— দীর্ঘ বর্ণচ্ছটা বৃষ্টি–দুপুর,পথিকের মতো;

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top