শব্দকুঞ্জ ঈদসংখ্যা। আতাউর রহমান মিলাদ এর গুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা আতাউর রহমান মিলাদ এর গুচ্ছ কবিতা শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৪ আতাউর রহমান মিলাদ এর গুচ্ছ কবিতা  রৌদ্রলীলা- এক দুপুরের সতেজ রোদ,অনায়াসে আটকে গেলে তোমার খোঁপায় ঠাহর করতে পারিনা আকাশের উচ্চতা দেখেছি,অধীর আগ্রহে,অরন্য বনানী স্পর্শের অপেক্ষা নিয়ে লোভাতুর চোখ ছুটছে,ঘোড়ার পায়ে,নির্ঘুম পাহারায় দেখো,খোঁপায় ফুটেছে রোদের ফুল ভেদ করে মেঘের আকাশ,কোলাহলহীন মুহুর্তের নীরবতা ছড়ায় মগ্নতার রেশ জাগে,আলোর স্পর্শে সরল উপস্থিতি ছত্রভঙ্গ মনের গভীরে এক অর্বাচীন ঢেউ মেঘভারে ফিরে যায় খোঁপার বিস্ময়ে!  ছোবল  কেউ কাউকে রাখেনা মনে,অকারণ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে পাথরের প্রাণ… শীতের শীর্ণ নদী মনে রাখেনা ভরা জোয়ার…

Continue Readingশব্দকুঞ্জ ঈদসংখ্যা। আতাউর রহমান মিলাদ এর গুচ্ছ কবিতা