শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৪। গল্প: মায়াজানালা- তাপস রায়
শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৪ গল্প: মায়াজানালা তাপস রায় শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৪ মায়াজানালা তাপস রায় পুব দিক হলেও এই ঘুপচি জানালায় যে রোদ বসে তাইই জানত না। তালে আজ হঠাৎ যে রোদ উঁকি-ঝুঁকি দিচ্ছে! রাতে ঘুম হয় না। বাতের শরীর জুড়ে এখানে ব্যথা, সেখানে ব্যথা। সারা রাত উঃ আঃ করতে করতেই ফুরিয়ে যায়। ভোরের দিকে যখন অন্ধকার নরম, তখন একটু ব্যথার দপদপানি থামে। একটু চোখে টান ধরে। কিন্তু সে আর কতক্ষণ! দশ পনেরো মিনিট হলেই মনে হয় জম্পেশ ঘুম হয়েছে। এর মধ্যেই দোতলার ডাক্তার দিদিমণি হয়ত হাঁক পাড়বে, “ ননীমাধব, সিঁড়ির দরোজা খুলেছ?” তখন ধড়ফড় করে উঠে পড়তে হয়। মশারি গুটিয়ে ঘুম চোখে সিঁড়ির মুখের তালা খুলে দিতে হয়। তিনি গাড়ি নিয়ে বেরোন ঠিক সাড়ে ছ’টায়। ছটা চল্লিশে গার্ডেনরিচের জল ঢোকে নীচের ট্যাঙ্কে। দশ মিনিটের ভেতর পাম্প না চালালে ছ’তলার উপরের এই হাউসিং –এর ট্যাংক ভর্তি হবে না। অল্প সময়ের ভেতর…