You are currently viewing শব্দকুঞ্জ ঈদসংখ্যা।  খালেদ উদ-দীন এর একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা। খালেদ উদ-দীন এর একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা

খালেদ উদ-দীন এর একগুচ্ছ কবিতা

খালেদ উদদীন এর একগুচ্ছ কবিতা

 

এবার রেহাই দাও

 

লেগে থাকো, হাল ছেড় না, নিশ্চয় একটা কিছু হবে

এই বিশ্বাসে পিছু ছাড়িনি, সাথে ছিলাম, ছায়ার মতো

কত ঝড় মিথ্যা অপবাদ, এমনকি উলটো ¯ স্রোহে সাঁতার

ছুটে বেড়িয়েছি কোলাহলে, অমাবস্যায় বিরামহীন

 

নিশ্চয় একটা কিছু হবে এমন প্রত্যাশা বুকে নিয়ে

অপমানিত হয়েছি এখানেওখানে, ভেঙে পড়িনি

তুমিই তো আছো, রাজার আসনে রাজপ্রাসাদে

তামাম বিশ্ব তোমার ইশারায় চলে হরহামেশা

 

এবার রেহাই দাও, ক্ষমা করো আর কাছে টেনে নাও

তোমার কাছে নতজানু হয়ে আছি, গ্রহণ করো।

 

 

কে যেন ডাকে

 

অনেক যত্নের ল্যাম্পপোস্ট হরেক রঙে রাঙানো ছিল

ঝলমল জৌলুসে দিগ্বিদিক উড়ছিল সাহসী ফ্ল্যাগ

তাকালেই বোঝা যেত কারিগরের কৌশলী শান শওকত

 

ইদানীং ফিকে হয়ে যাওয়া ভৈরবে চারদিক কেবল অসাড়

 

আমাদের ভালোবাসাবাসির সংসার এখন অনেক পুরোনো

অথচ একদিন ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে সকল ভয়, যত্রতত্র

¯্রােতময় নদী এখনও জলের খেলায় দিব্যি হেসে যাচ্ছে।

 

ওপাশে আড়ালে থেকে কে যেন ডাকে; গাঢ় অন্ধকারে একা!

 

যাযাবর সময়

বাড়ির পাশে ছিলো পদ্মা, পদ্মায় হয়েছে বিলীন

বিপুলা নদ হেসে হেসে জিব দেখায়।

ভিটায় লুকানো বেসাত আড়ালে টিটকারি মারে।

তুমি এমন তাকিয়ে আছো কেন, কারে চোখ রাঙাও?

 

হঠাৎ আঁতকে ওঠে সে? এলো বুঝি পাতাঝরার দিন!

আলোপোকা

 

ভোরে যখন কমলার কোয়ার মতো সূর্য উঠবে

আর একটা প্রহসনের মুখোমুখি হব

নিলাম হবে হাড়, পাঁজর কিংবা বেলুন

নগরে সালিশ বসবে, ফয়সালা হবে অ্যাকোয়ারিয়াম কার।

 

ল্যাম্পপোস্টের আলোয় ঝাঁপ দেয় আলোপোকা

 

 

বাজারদর

 

বাজারদরে সবকিছু বিচার করলে হারবে

পরাজয় হবে তোমার।

আমাদের আগামী বিলবোর্ডে স্থির হয়ে আছে

উড়ছে টাকা বাতাসেচুষে নিচ্ছে পুরোনো জোঁক

ফানুসের মত মিশে যায় সব করুণ সুর।

 

সবকিছু বাজারদরে বিচার করলে হারবে

শেষ বিকালের ছায়া সাক্ষী, সাক্ষী হলদে আলোর নীরবতা,

ভালোবাসার বিশ্বাসে জমে আছে হাওরের জল

এসো তবেহংসবালিকা, উড়ে যাই দিগন্তে।

 

খালেদ উদদীন

জন্ম : ১০ মে ১৯৭৮বিশ্বনাথসিলেট

 

সহকারী অধ্যাপকবাংলা বিভাগ।

রাগীব রাবেয়া ডিগ্রি কলেজসিলেট

 

বর্তমান ঠিকানা :

বাসারোডøউপশহরসিলেট৩১০০

 

কবিতাবই :

রঙিন মোড়কে সাদা কালো (২০০৮)

ভাঙা ঘর নীরব সমুদ্র (২০০৯)

জলপাতালে মিঠে রোদ (২০১৫)

নৈঃশব্দ্যের জলজোছনা (২০১৮)

হাওয়াবাড়ির জানালাগুলি (কাব্য২০১৯)

ঞযব ঝশু ঐড়ঁংব (২০১৯)

 

শিশুতোষ :

সুপারম্যান (২০১৬)

কথা বলা পাখি (২০১৭)

শেফালি খালার গল্প (২০১৮)

পাখিবন্ধু (২০১৮)

পরিরাজ্য (গল্প২০২০)

 

জীবনীগ্রন্থ :

দেওয়ান ফরিদ গাজী (জীবনচরিত২০১৯)

 

সম্পাদনা :

পাপড়ি রহমানের ‘নির্বাচিত গল্প (২০১৭)

 

সম্পাদিত ছোটোকাগজ/পত্রিকা :

বুনন (ছোটোকাগজ)

সাহিত্য সম্পাদক : দৈনিক শুভ প্রতিদিন

 

পদকপুরস্কার বা সম্মাননা :

চিহ্ন সম্মাননা২০১৮লেখমালা সম্মাননা২০২১কোরাস সম্মাননা২০২২

 

ফোন: +88 01711-444928

 

ইমেইল: khaleduddin@gmail.com

খালেদ উদ-দীন
কবি , সাহিত্য সংগঠক ও প্রকাশক

Leave a Reply