শব্দকুঞ্জ ঈদসংখ্যা। শিশির আজম এর একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ ঈদসংখ্যা

শিশির আজম এর একগুচ্ছ কবিতা

শিশির আজম এর একগুচ্ছ কবিতা

 

নেরুদার জাঙ্গিয়া

 

 

পাবলো নেরুদা কি কবি ছিলেন?

 

হয় তো প্রশ্নটা বোকা বোকা হয়ে গেল

তবু এই প্রশ্ন আমি করি

নিজেকে।

 

আর এটা তো ঠিক যে উনি জাঙ্গিয়া পরতেন না

আর

কোন কোম্পানিও ওকে পেতে চায়নি

জাঙ্গিয়ার বিজ্ঞাপনে।

 

আচ্ছা জাঙ্গিয়া পরলে রাষ্ট্রের কী উপকার হয়?

সমাজের?

না কি উনি রাষ্ট্রের ক্ষতিই চাইতেন

অথবা চাইতেন সমাজই তৈরি করুক রাষ্ট্র

নিজের মতো

যেখানে জাঙ্গিয়ার দরকার হয় না

বিজ্ঞাপন অপ্রয়োজনীয়

না কি

রাষ্ট্র ব্যাপারটাকেই উনি অস্বীকার করেছেন

করতে চেয়েছেন?

 

 

 

 

হাতিকে পোষ মানানো মামুলি ব্যাপার

 

 

হাতিকে আমি পোষ মানিয়েছি

এখন

আপনাকে দায়িত্ব দিচ্ছি

এই পিঁপড়েগুলোকে তেরো অব্দি গুনতে শেখান তো দেখি

 

হাতিদের লেখাপড়া তেমন নেই

আপনি জানেন

তবে বুদ্ধিমত্তায় পিঁপড়েরা বেশ এগিয়ে

হয় তো আপনার চেয়েও

 

আপনার জানা দরকার আলতামিরার প্রাচীন গুহাবাসীদের ভিতর

পিঁপড়েরাও ছিল

হ্যা প্রজাতি হিসেবে এরা আজও টিকে আছে

কেবল যে টিকে আছে তাই না

সৃষ্টিজগতে বিবর্তনপ্রক্রিয়ায়

এরা রীতিমতো প্রভাবক

আর দাঁত রক্তের যথাযথ ব্যাবহারে

এরা কখনও হীনমন্যতায় ভোগে না

ভাবুন

কীভাবে এদের বশে আনবেন না অংক শেখাবেন

না কি

আপনি আমার হাতির মাহুত হতে চান


তেলাপোকা

 

 

ওটাকে আপনারা কোথায় দেখতে পান

ওই শোবার ঘরের দেয়ালে

খাটের নিচে

রান্নাঘরের কুলুঙ্গিতে

 

বিশ্বাস করুন ব্যাটার খিদে আছে

যৌনতা আছে

অসুখ আছে

না হলে আপনাদের ঘুমের আদৌ ব্যাঘাত ঘটাতো না

 

 

টেবিলের বহুস্তর জীবন

 

 

এই টেবিলটা কততম জীবন যাপন করছে তা আমাদের অজানা

আমাদের ঘুমোনোর আগে

সে আরও দুর্বোধ্য হয়ে ওঠে

স্পষ্ট হয়ে ওঠে বিড়ালের হিংস্রতা

 

বাল্যজীবনের সঙ্গী অতৃপ্ত সমুদ্র

কি কানাঘুষায় আজও আমাদের ক্ষতি করে চলেছে

পাখিদের নখের আঘাত

টেবিলের স্বাভাবিক জীবনকে বাঁধাগ্রস্থ করেছে সন্দেহ নেই

 

তাহলে আমার রক্তাক্ত খাতায় টেবিলের সহমর্মিতা কীসের

সংসারের রুগ্ন প্রাণিগুলো যদি না শুনতো পেরেকের কথা

যদি সঞ্চয় কিছু না থাকতো

টেবিলকে কাঁকড়ার পাঁকে জড়াতে হয় না

 

এইটা আমাদের ভালোবাসাবাসি

 

 তাইলে তুই বলতে চাস যে আমার প্রতি তোর ফিলিংস নাই

তুই আমারে আর ভালোবাসোস না

আমিও তোরে ভালোবাসি না

বাসি না

বাসি না

বাসি না

 

কুত্তার মতো তোরে আমি আর ভালোবাসি না

শিশির আজম

জন্ম : ২৭১০১৯৭৮

 

১০ টি কবিতার বই প্রকাশিত হয়েছে। সর্বশেষ গ্রন্থহংকঙের মেয়েরাঅনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।

 

সম্পাদিত ছোটকাগজ : ‘শিকড়‘ – টি সংখ্যা প্রকাশিত হয়েছে

 

বাংলানামে কবিতার ভাঁজকাগজ সম্পাদনা করেছেন ( টি সংখ্যা)

 

 

শিশির আজম
কবি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top