শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা। বর্ষার কবিতাগুচ্ছ। রাত ও একটি ফিরতি জাহাজ- মোহিত কুমার মণ্ডল

Spread the love

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা
বর্ষার কবিতাগুচ্ছ

মোহিত কুমার মণ্ডল

শব্দকুঞ্জ র্বষা কদম্ব সংখ্যা

বর্ষার কবিতাগুচ্ছ

রাত ও একটি ফিরতি জাহাজ

মোহিতকুমার মণ্ডল

দর কষাকষি না করে , যদি রাজি থাকো

বিনিময় প্রথার মতো আমার দিনগুলোর বিনিময়ে

সম্প্রদান কারকের মতো তোমার রাত গুলো আমাকে দাও।

চেয়ে দেখো; আমার পৃথিবীতে রাতের দুর্ভিক্ষ আজ

যদিও বেশ কিছু তরতাজা দিন হারিয়ে গেছে

              তলাছেঁড়া হাটুরে
ব্যাগের হাটখোলায়!

অবাক হলে? দিন দিয়ে কেউ রাত কেনে বুঝি?

কেনে; আমার মতো বোকা যারা তারা কেনে!

রাতের চোখ-কান-মুখ-হাত-পা সবই আছে

         দেখতে পারে, শুনতে
পারে ,চলতে পারে-

কামারের হাপরের মতো শ্বাস-প্রশ্বাস নিতে পারে

শুধু কথা বলতে পারেনা, জলছবি আঁকে!

দর কষাকষি না করে, যদি রাজি থাকো

                    জলদি করে
কাউকে কিছু না বলে

তোমার গভীরতম রাত গুলো আমাকে দিয়ে দাও;

আকাশের আঙিনা, নদী-নালা, খাল-বিল, পাহাড়-পর্বত

এমন কী তেপান্তরের সীমানা ছুঁয়ে সাগর-মহাসাগর পেরিয়ে

রাতের শরীরে অনাবিল শব্দসুখ মেখে মেখে

ডাক হরকরার মতো, ডাকের বোঝা রাতারাতি পৌঁছাতে হবে

কালান্তরের বন্দরে বসে আছে ফিরতি জাহাজ!

 

মোহিতকুমার মণ্ডল

সহকারি শিক্ষক(বিজ্ঞান)

কুলটি মাধ্যমিক বিদ্যালয়

 

ডুমুরিয়া,খুলনা, বাংলাদেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top