শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা
বর্ষার কবিতাগুচ্ছ
রথিন মণ্ডল এর দু’টি কবিতা
শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা
বর্ষার কবিতাগুচ্ছ
রথীন পার্থ মণ্ডল এর দু’টি কবিতা
১. বলতে পারিস ?
বর্ষা রানী বলতে পারিস
শরৎ কোথায় থাকে ?
বলতে পারিস যে জন তাকে
সদাই আগলে রাখে।
এটা কি আর কঠিন কথা
শিউলি বলতে পারে,
সাত জন্মের ভাব যে ওদের
ওকেই থাকে ধরে।
শরৎ একটু বন্ধু প্রিয়
খোঁজ রাখে কে তার,
কাশের সাথে গলাগলি
যেন গলার হার।
হিমেল হাওয়ায় ঘুরে বেড়ায়
শিশির মেখে গায়,
আকাশপথে মেঘের ভেলায়
শুধুই ভাসতে চায়।
পারবো না গো তার ঠিকানা
বলতে পারবো না,
ঝরছি এখন অঝোর ধারায়
বন্ধ করবো না।
আশ্বাসবাণী
একটা প্রশ্ন করেছিলাম তোমায়
তাই উত্তর পাবার আশায় তোমার
কাছে ছুটে গিয়েছিলাম বর্ষা
ঝরে চলা বৃষ্টির মতো
চিরকাল অটুট থাকবে ভালোবাসা
আজও হাতড়ে বেড়াই এই প্রশ্নের উত্তর
থেকে যায় স্মৃতি
থেকে যায় প্রেমপর্ব
বর্ষা আসে
আবার চলেও যায় মনখারাপের স্মৃতি বেয়ে
থেকে যায় শুধু স্বপ্নগুলো
থেকে যায় শুধু ভালোবাসা
আজও আমাদের প্রেমের
সীমানা বাঁধতে পারিনি
সত্যি কথা বলতে কি
সীমানা বাঁধতে চাইনি কখনও
আসলে বৃষ্টির যেমন
সীমানা টানা যায় না
হাজারবার চাইলেও তেমনই
প্রেমেরও সীমানা টানা যায় কি?
প্রেম, মেঘ আর বৃষ্টিতে
ভিজতে ভিজতে চলে যাই
ঐ দূর থেকে দূর প্রান্তে
নিরুদ্দেশের পথে
অমোঘ শূন্যতার আড়াল থেকে
শুনতে পাই তোমার আশ্বাসবাণী–
চিন্তা কি তোমার,
শুধু তোমার জন্যই
বারবার ফিরে আসতে চাই
তোমার কাছে
ধানসিঁড়িটির বুকে
বর্ষা হয়ে
বৃষ্টি হয়ে
শালিক হয়ে
ভালোবাসা নিয়ে…
রথিন মণ্ডল
শশীভূষণ বোস রোড
রাধানগর পাড়া
পূর্ব বর্ধমান
পশ্চিমবঙ্গ
ভারতবর্ষ