শব্দকুঞ্জ ঈদসংখ্যা। জাফর ওবায়েদ এর একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ ঈদসংখ্যা

জাফর ওবায়েদ এর গুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ঈদসংখ্যা

জাফর ওবায়েদ এর একগুচ্ছ কবিতা

ব্ল্যাকহোল

 

ক্ষীণতর দৃষ্টির আলোয় জগত ও জীবনের 

কতটুকুই পাঠ করা যায়? 

চোখ-ও কি দেখে আপন শরীর?

ভাবনার বৃত্তে-ও বেড়ে ওঠে বেশুমার অন্ধ খোড়ল

চেতনার রংয়ে অজ্ঞাতে মিশে থাকে মিশকালো ছায়া

তবু আলোর গৌরবে ঘৃণা করি গুহা – গুহার বন্য আঙ্গিক…

 

মনের জানলা খুলে দেখি তেড়ে আসে হাজারো প্রশ্নবাণ

আলো এসে বলে দেয় গৃহপালিত অন্ধকারের কথা

অবজ্ঞা করি, অস্বীকার করি, কদাচিত অন্ধ হয়ে যাই…

 

খোলা জানলার মুক্ত হাওয়াকেও মাঝে মাঝে অমঙ্গলের চিহ্ন ভেবে নিই

সে সুবাদে বেড়ে ওঠে সর্বগ্রাসী ব্ল্যাকহোল…

 

মধ্যাহ্ন সূর্য

সমস্ত দেবতা নিজেদের আড়াল রাখতেই ভালোবাসে!

সাজগোজ, পোশাক-পরিচ্ছদে তারা খুব অচেনা;

দেবীদের চোখ মুখ নাক কানেও নকল অলংকার 

অথচ, চাকচিক্যে দামি মণি-মানিক্য হীরা-জহরত

যার ঔজ্জ্বল্যের আড়ালে পরিপুষ্ট অন্ধকার

লুকিয়ে রাখে মধ্যাহ্ন সূর্য

 

অন্ধ মুক ও বধির 

 

বিরক্ত হচ্ছ তো! হতেই পারো

শতকিয়া ও নামতা শৈশবের খণ্ডচিত্রের অনুবাদ মাত্র

এগুলো এখন পাঁচার হিসাবের বাটখারা

মিলিয়ন বিলিয়ন…

 

তোমার তা’তে পার্টিসিপেশান থাকুক বা না-থাকুক

তোমারও গায়ে কালিমা লেগে আছে

তোমারও এক পাশে কালোর আস্তরণে হাসছে অন্ধকার

তুমিও জটিল হিসাবের মারপ্যাচে

বন্ধক রেখেছ স্বকীয়তা

 

তুমিও মন্দিরের অন্ধ মুক ও বধির মূরতির চেয়ে বেশি কিছু নও

 

জোনাকির পিছু

সূর্যোদয়ের প্রতীক্ষায় থাকো আরও কিছুটা সময়

হাতের মুঠোতে যেটুকু অন্ধকার 

সূর্যের সম্মুখে সে-টুকু ঢেলে দেবার সর্বসম্মত প্রস্তুতি সেরে নাও

এবং ঢেলে দাও, ওরা স্বর্গে চলে যাক

 

এবার সূর্যের সম্পত্তি থেকে ধার নিয়ে শূন্য মুঠো পূর্ণ করে নাও

মানুষকে নিয়ে আসো কাছে

আলোর জোনাকিগুলো ছেড়ে দাও মুক্ত বাতাসে

 

অতঃপর মগ্ন হও, ছুটে চলো জোনাকির পিছু পিছু

 

স্বস্তির সুবিদিত সুর

 

বিলম্ব তো আর কম হলো না

এখনও কি একসঙ্গে পাশাপাশি হাঁটব না?

এখনও কি গাইব না দুঃখ জয়ের সমবেত গান!

 

প্রতিকূল সময়-স্রোতের টানে একদিন

সাপ বাঘ কিংবা সিংহ-ও নিজের পরিচয় ভুলে যায়

মানুষও ভুলে নামধাম নিজের ঠিকানা…

 

এসো, হাতে হাত রাখি, শূন্য সংসারে

যুদ্ধ নয়, গাইব শান্তির সমবেত গান; স্বস্তির সুবিদিত সুর

আলোর দেবতারা ডেকে ডেকে বস্তি পেরিয়ে যায়…

 

 

 

 

জাফর ওবায়েদ

জন্ম তারিখ: ৬ জুন ১৯৭১

জন্মস্থান: সিলেট, বাংলাদেশ

বর্তমান ঠিকানা: Sterling Heights , Michigan, USA

সর্বশেষ কর্মস্থল: সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট

প্রকাশিত গ্রন্থ: ১০

FB: Zafor Obayed (জাফর ওবায়েদ)

 

ইমেইলzaforobayed@gmail.com

জাফর ওবায়েদ
কবি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top