শব্দকুঞ্জ ঈদসংখ্যা
নকিব মুকশি’র গুচ্ছ কবিতা
শব্দকুঞ্জ ঈদসংখ্যা
নকিব মুকশি’র
‘মাস্তুলের জ্বর’ সিরিজের একগুচ্ছ কবিতা
গৃহযুদ্ধ উপশিষে, সাদা টিয়া হাসে
অস্ত্রের উৎসবে ম্লান আমাদের ফুল—
‘মাহারাম, মাহারাম’ বলে গেয়ে ওঠে
ফসলি জমির জিব, বাঁধে বাঁধা জল—
পুঁজিসাম্রাজ্যের ফণা পৃথিবীর মাঠে!
সরো নড়ো বুকে ধরো মান্দারিন হাঁস
দরোজার পাল্লা খুলে মুক্তির আবেশ…
তবু যদি হাঁস হয় টেরোরিস্ট দেশ!
মসলাবনের ঘ্রাণ—মান্দারিন হাঁস…
সাধনায় দোলে চেরি, রুদ্র চূড়াশিষ—
ঝিরিপথে তুলে নাও আমি হব দাস
মধ্যমার চংক্রমণে এয়ার হোস্টেস…
সাজেক ভ্যালির মতো আয়ুর্বেদি হয়ে
চুম্বন লিয়াজোঁ হয়ে কাছে এলে দেখি,
আমার বুকের শিরা—সেতারের তার
কেঁপে কেঁপে বাজে শ্রুতির উত্তরে
তোমার মধ্যমা জাগে তর তর করে
পাহাড়ি ছড়ায় নেমে রাষ্ট্র দেয় ঝাঁকি…
বিপন্ন গোলাপি হাঁস যেন আজ প্রেম
আঁতিপাঁতি খুঁজে মরি একুশ শতকে!
ইয়েমেন চায় শান্তি, ইউক্রেন ন্যাটো…
সুরক্ষাবলয় ভেঙে ঢুকেছে মোসাদ
বিপন্ন গোলাপি হাঁস যেন আজ প্রেম
৪০
অস্তিত্ব সংকট থেকে দাঁতেরা গজায়—
তোমার এ কথা আজ সাপেদের মুখে
শুনে নিজেদের দিকে বিস্ময়ে তাকাই!
মানুষের এত বড় কসমোলজিক্যাল
ডানার রহস্য তবে বিলীন-ফোবিয়া?
নবজাতকের মতো আদুরে প্রযুক্তি
ঘরে এসে ভিড় করে বিস্ময় ছড়ায়—
হাসি-কাঁদি, ছুটি-বসি, মঙ্গলে উজাই…
গোলাপি মাথার হাঁসে বিলীন-ফোবিয়া
হৃদয়ে বাড়িয়ে দেয়, দাঁতেরা গজায়!
৫০
তোমার ঠোঁটের মতো নরোম হৃদয়
আমায় মার্কিন করে সাগরের ধারে—
ঝিনুক-তোরণ খুলি রণতরি ছেড়ে
আমিনির ভূমিকায় দেখি—মাংসাশীর হাঁকে
মেনোপজ বয়ে যায় সাম্বার হরিণে…
মোমের মতন গলে তোমার বিশ্বাস
নির্জন কলোনি যেন হয়ে যায় শ্যাম
ফণা তোলা উপবনে ঝোলে দুই টোপ—
টেনেছে গিলেছে যেন ডলারের ডোপ
দাগি বুক টিয়াঠুঁটি যেন আজ প্রেম
৫২
আমার হৃদয় এক ড্রোনের ক্যামেরা
চুপিচুপি নেমে পড়ে তোমার হৃদয়ে
কত রূপ কত তুমি—দেখেছি বিস্ময়ে!
সাম্বার হরিণ হয়ে আজ পড়ে আছি
লুপ্ত হতে কত বাকি জি-সেভেন মাসি?
হাঁসের চৌম্বক মাঠে সৌর প্রেম নিয়ে
হৃদয়-বন্দরে নামি, ড্রোন ক্যামেরায়
তুলে রাখি সব ছবি—প্রেম, ঘৃণা, সাপ…
হিংসার মিসাইলে তবু বিধ্বস্ত কিয়েভ
আমার হৃদয় আজ—ন্যাটোদের ট্র্যাপ…
৫৩
মিহি ঢেউ ফিরে এলে সবুজ ময়ূরে
সূর্যমুখী মাথা নাড়ে কোমল জিকিরে
বিস্ময়ে তাকিয়ে পাই শান্তির অস্ট্রিয়া—
সুঠাম সুবাস ছাড়ে মাথা নেড়ে নেড়ে
মান্দারিন হাঁস এসো মিসর নাড়িয়া…
বুকের হেঁশেলে আজ রান্না হব ভাবি—
যদি নাও কাছে টেনে বন্ধ হবে তবে
পোড়ানো মাংসের গন্ধ, মস্কোর ধর্ষণ…
বিচে গেলে ঠান্ডা হবে মাংসল দুনিয়া
মান্দারিন হাঁস এসো মিসর নাড়িয়া…
৫৪
বাতি দুটি জ্বলে যেন দুই পেশিশক্তি
চলে যায় ঘুম দূরে ভ্যানিলার ঘ্রাণে—
এখানে এসেছে যারা, তারা একাকার
বিভাজন মুছে যায় মাছের-নদীর
শ্রেণির দালাল ঝরে সংগমে সংগমে…
ট্যারোরিস্ট বাগানেরা গর্ভপাতি বড়ি
চেরি দুটি ঢলে পড়ে—নিবু নিবু বাতি…
আজভ সাগর আজ উন্মাতাল মোষ
সাপিনী সংযত করো চোখের আফিম
বুকের মাইন, জিব, পরাশক্তি-ফোঁস…
নকিব মুকশি কবি ও সংবাদকর্মী। জন্ম ১৯৮৮ সালের ১৫ জানুয়ারি শরীয়তপুরের বালুচরে। পড়াশোনা স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর।
প্রকাশিত কাব্যগ্রন্থ
কাছিমের পিঠে গণতন্ত্র , ২০১৩, ভাষাচিত্র প্রকাশনী;
প্রতিশিসে অর্ধজিরাফ, ২০১৯, জেব্রাক্রসিং প্রকাশন;
…দুধের গাই—এজমালি বাগান…, ২০২০, চন্দ্রবিন্দু প্রকাশন;
জুতার কিরণ , ২০২০, অনুপ্রাণন প্রকাশন।
পৃথিবী এক সারোগেট মাদার, ঐতিহ্য প্রকাশন, ২০২৪
শরীয়তপুরের ‘এক্সিলেন্ট আইডিয়াল স্কুল’-এর প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত।