শব্দকুঞ্জ ঈদসংখ্যা
আবু আফজাল সালেহ
এর গুচ্ছ কবিতা

আবু আফজাল সালেহ এর গুচ্ছ কবিতা
(১)
স্পর্শের স্থানগুলো পচে পচে যাচ্ছে
যেদিন থেকে তোমার স্পর্শ পেয়েছে।
তুমি মুনাফেক ! তুমি মুনাফেক !
(২)
ফুলগুলো বিভ্রান্ত করেছে
রঙ, সৌন্দর্য আর গন্ধে।
তোমাকে আমি ফুল ভেবে রেখেছি।
(৩)
কোটি টাকার স্বপ্নগুলো ভেঙে পড়বে
যদি ভাবি স্বপ্নগুলো হাতের নাগালে।
স্বপ্ন কখনো সহজ নয়।
(৪)
আমার সমান হলে
তোমাকে স্বাগতম
আমার শরীরে, আমার মননে।
আমি মাকালফল নই, বুঝে রেখো।
(৫)
চারিদিকে ঝরাপাতা
কমলা লাল হলুদ…
ছুটি-ছুটি ভাব।
আবু আফজাল সালেহ
কবি ও প্রাবন্ধিক, চুয়াডাঙ্গা।
ইমেইল: abuafzalsaleh@gmail.com
পেশাগত ঠিকানা:
উপপরিচালক (বিআরডিবি), সাতক্ষীরা।

আবু আফজাল সালেহ
কবি ও প্রাবন্ধিক