শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৪। অণুগল্প: বাঁশিটা- অলোক আচার্য

Spread the love

শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৪

অণুগল্প : বাঁশি
অলোক আচার্য

শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৪

অণুগল্প

বাঁশিটা

অলোক আচার্য

বাঁশিটা আলমারিতে রাখা ছিল। কাজের চাপে বহুবছর
সেটা আর বের করা হয়নি। ধূলো ময়লা জমে আছে। ফিস থেকে বাড়ি ফিরে দেখি বউ সেটা পরিষ্কার
টরিষ্কার করে বাইরে বের করে রেখেছে। বাড়ি ফিরতেই বউয়ের আবদার, তুমি বাঁশি বাজাতে পার?
হু, তুমি জানতে তো? জানতাম নাকি? বউ কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে। এই বাঁশিটা কার সেটা
বউ জানে না। বাঁশিটা আমার ব্যর্থ প্রেমের একমাত্র স্বাক্ষী। আজ আবার সামনে বেরিয়ে এলো।
বউ আমার জন্য চা বানাতে গেলে আমি বাঁশিটা হাতে তুলে নেই। ধরার কায়দাটা এখনও মনে আছে।
আঙুলগুলো ঠিকঠাক জায়গায় রেখে বাঁশিতে ফুঁ দিলো। সুরেলা সেই শব্দ হলো না। তার পরিবর্তে
ফ্যাসফ্যাস ধরনের শব্দ বেরিয়ে এলো। যতবারই ফুঁ দিলাম একই অবস্থা। অথচ একদিন কত সাধনা
করে বাঁশি বাজানো শিখেছিলাম। আজ বাঁশিটা আছে কিন্তু সুর হারিয়ে ফেলেছি। সুর ছাড়া শুধু
বাঁশির আর কি মূল্য আছে! বউ চা নিয়ে আসার আগেই আমি বাঁশিটা লুকিয়ে ফেলি। ওটাকে বাইরে
কোথাও ফেলে দিতে হবে।

 

অলোক আচার্য

শিক্ষক ও প্রাবন্ধিক

 

পাবনা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top