মাহফুজ আল-হোসেন এর একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ কাশবন সংখ্যা

মাহফুজ আল-হোসেন
এর একগুচ্ছ কবিতা

মাহফুজ আল-হোসেন এর এক গুচ্ছ কবিতা

০১.
সাময়িক শৈত্য

সাম্পর্কিক শৈত্য খুব বেশি প্রলম্বিত নাও হতে পারে;
কেননা, সর্ষে বাটা চিতই দিয়ে মাথা-নষ্ট মাখামাখির কাল-
পুনর্বার ফিরে ফিরে আসে দ্রাঘিমা রেখায়।
কিংবা হুট করেই ফাঁটা ঠোঁটের মহল্লায় অযত্নের খানাখন্দ ফিরিয়ে আনে বিগত চুম্বনের
দুধপুলি আস্বাদ।
হিসেবি সম্পর্কের যাদবীয় পাটিগণিত আবেগের গনগনে উনুনে যতোই ছাইচাপা দিয়ে রাখুক না,
হাউশের এই মাঘী পূর্ণিমায়
নকশি কাঁথার আড়ালে আবডালে
ভাপা পিঠের লীলায়িত আয়োজনে-
জানি সে ছড়াবেই উত্তাপ।

০২.
হেমন্ত ইদানীং

শিশিরের ছানি পড়া চোখে আজকাল লাল ছাড়া অন্য কোনো রঙ
ধরা পড়ে না বলেই বালখিল্য ফাল্গুনের চারিত্রিক সনদ ইদানীং হেমন্তই বিলাচ্ছে;

খালি পায়ে কাচের উপরে হেঁটে যাওয়ার সময় সুতীক্ষ্ণ ধারগুলোকে সুখানুভূতির প্রসন্ন
সবুজ ঘাস ভেবে হুটহাট হুইটম্যানের কাছে ফিরতেই পারো ;

বরং, ধুলোমাখা চৈতন্যের আগপাশতলা জুড়ে কিঞ্চিৎ কুয়াশার প্রলেপ দিয়ে দাও -দেখবে অকস্মাৎ
অরণ্যের পোস্টম্যান এসে ভাঁজভাঙা কবিতার লেফাফা দিয়ে গেছে !

০৩.
অভিমান

আমার অভিমানী মুঠোফোন বাইশটা নতুন কবিতা বুকে নিয়ে ঘাপটি
মেরে রয়ে গেল কোলকাতা বিমানপোতে;

ওঁর মান ভাঙাতে একের পর এক উৎকণ্ঠিত আন্তর্দেশীয় দূরালাপন –বৈদ্যুতিন পত্র যোগাযোগ
আরও কতো কী!

এই অগ্নিঝরা মধ্যদুপুরে ঝা-রোদ্দুরের অকারণ অভিমানের সুযোগ নিচ্ছে অবেলায় ঝিম মেরে
পড়ে থাকা কুয়াশা বেড়াল;

কোকিলের গান রোদন ভরা এ বসন্ত- নিদাঘে আর গীত হবেনা ভেবেই কি তবে কাকের পৃথিবী থেকে
তার অনন্তে উড়ান?

বরাহ বাতাসে কোন হুতাশে ভেসে আসে :
‘পিয়া ভোলো অভিমান’…

০৪.
বড়শির কাজ নাই

চিন্তার পুকুরে
ছিপ্ ফেলে বসে থাকা
সুনসান দুপুরে
একদম ফকফকা-


মাছ আসে
মাছ যায়
বড়শির কাজ নাই


খিদে পেটে হাড়গিলে
টোপটাও নাহি গিলে
দ্যাখো সে কোন দিকে ধায়


শিকারীর মতলব
মাছেরাও জানে সব
জলের ইশকুলে
শেখায় শীষ তুলে
মানবে না পরাভব


খাওয়াদাওয়া সব ভুলে
চিন্তার দুই কুলে
বাতাসের উৎসব


মাছ আসে
মাছ যায়
বড়শির কাজ নাই…

০৫.
অর্বাচীন বর্ষায়


শব্দের‌ চাল‌ চেলে যেসব অবোধ্য বাচালতা-
সেসব শৈল্পিক কসরতে
অধুনান্তিক অর্ধসিদ্ধ নাজিরশাইলের কিছুই কিন্তু এসে যায়না;


তথাপি বৃষ্টি-বিরহিত এ অভব্য অর্বাচীন বর্ষায়
চালচুলোহীন কিছু শব্দশ্রমিক চোখভেজা রোদে ভেপে-পুড়ে উড়ে বেড়ান নিরুদ্বেগ মেঘবাহনে।


আবার কেউ কেউ প্রবল বৃষ্টিতে
ঘর্মাক্ত কলেবরে
ছাগবিলাসী পৌনঃপুনিক আধ্যাত্মিকতার সদুত্তর খুঁজে ফিরছেন কৃত্রিম বুদ্ধিমত্তায়।

কবি পরিচিতি:
মাহফুজ আল-হোসেন বিংশ শতাব্দীর নব্বই দশকের ব্যতিক্রমী কবি, অনুবাদক ও নন্দনতাত্ত্বিক। তিনি অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’ -এর সহযোগী সম্পাদক এবং ‘মা তোর মুখের বাণী’ ও ‘লিটইনফিনিট’ -এর সম্পাদকীয় পর্ষদ সদস্য। ইমেইল:
 mahfuzalhossain.bd2018@gmail.com

মাহফুজ আল-হোসেন
কবি, অনুবাদক ও নন্দনতাত্ত্বিক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top