SHABDAKUNJA EID ISSUE
BILINGUAL PRESENTATION
BY RANA ZAMAN
BILINGUAL PRESENTATION
BY RANA ZAMAN
বসন্তকাল ভালো লাগে খুব
রানা জামান
ফাগুনের কাল এলে গাছের গা ফুঁড়ে,
হরেক রকম ফুল ফুটে কাছে দূরে।
কোকিলের সুর খেলে বসন্তের ঘ্রাণে,
সুমধুর কুহু তানে সুধা ঢালে প্রাণে।
সর্ষের হলুদ ফুলে মৌমাছির হুল,
কতক খুকির কানে দোলে হয়ে দুল।
পলাশের লালে লাল কিছু বৃক্ষচূড়া,
জোস্নার পরশ পেয়ে পদ্যের গা পুরা।
প্রজাপতি খুব খুশি পুষ্প ভরা বাগে,
নববধূ খোপা বাঁধে ফুলে অনুরাগে।
ফুল থেকে ফুলে ওড়ে ভ্রমরের পাল,
ছাতিম ফুলের ঘ্রাণে দৃঢ় হাতে হাল।
ফুলে ফুলে ভরা থাকে ফাগুনের মাস,
ইচ্ছে করে হয়ে থাকি পুষ্পবনে দাস।
সকাল বিকাল নিত্য গণ্ড ছোঁবো ফুলে,
নিত্য গুঁজে দেবো এক প্রেমিকার চুলে।
ঋতুরাজ বসন্ত তো সকলের সেরা,
যদিও সকল ঋতু ফুলে থাকে ঘেরা।
সর্বদা বসন্তকাল ভালো লাগে খুব,
সুযোগের সিঁড়ি বেয়ে পুষ্পজলে ডুব।
New discoveries in search
By Rana Zaman
Every time I see my reflection in the mirror
The real face is seldom seen
I put my nose in the mirror to see the inner root
Nose touches nose only
What is beyond the mirror?
Any one world of wonder?
Is it different from this world?
Or just surrounded by imagination?
Remove the rear mercury only glass!
Let’s see a part of the scene from here
I don’t see any reflection then
Whose magic? Red mercury?
One thing increases quality of another thing
Sometimes completely ruined
There is a difference in thought in these philosophies
Sometimes I’m very scared, sometimes I’m fascinated
Close observation opens the main form
Provide enough enthusiasm to go forward
Curiosity leads to new discoveries
I keep a reflection of consciousness in my mind.
Biography of Rana Zaman
1. Pen Name: Rana Zaman
2. Name: MD. SHAMSUZZAMAN BHUIYAN
3. Father’s Name: Late Md. Abdul Mutalib Bhuiyan
4. Mother’s Name: Late Mrs. Shamsunnahar Begum
5. Date of Birth: 15-02-1960
6. Profession: Retired Govt. Service(Additional Secretary)
7. Hobby: Writing, enjoying movie and reading book
8. E-mail Address: rana2344@gmail.com
Facebook ID & Link: ranazaman; https://www.facebook.com/Rana2344