শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা। ঘরকন্না গিলে খায় গ্ৰহের কালপুরুষ গৌতম তালুকদার

Spread the love

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা

বর্ষার কবিতাগুচ্ছ
গৌতম তালুকদার

ঘরকন্না গিলে খায় গ্ৰহের কালপুরুষ 

গৌতম তালুকদার 

 

 শীল কাটাও,শীল কাটাও হেঁকে যায় 

আধুনিক প্যাকিংয়ে,মোড়,রেডিমেট শহর।

বৃদ্ধা আশ্রম গিলে খেয়েছে কুটনো কোটা হাত।

শটস্কার্ট নাভি মূল ঘিরে শহর গৃহস্ত,

দেখাতে যমুনা ঢেউ খুলে চুল তারকা।

 

মেকি পুরুষ ঘিরে থাকে হেড লাইট জ্বেলে,

হ্যাজাকের জ্যোতি হয়ে বাড়ে কমে পাম্প খেয়ে।

সরস্বতী,লক্ষ্মী,মাধবী,সন্ধ্যা মালতীর

ঘরকন্না গিলে খায় গ্ৰহের কালপুরুষ।

 

শীল কাটাও কপালে ঘাম,শীলনোড়া উবু হয়ে।

রসনা,পিঠে-পুলি,মোমো, রুমালি,সাম্বার,দই বড়া

সোকেসে সেজে গুজে লিফটে চড়ে বসে।

বিউটি পার্লার,মদের দোকান হাতে হাত রাখে।

 

আনে নায়ড় দশভূজা,কলকা,একচালা ছেটে

থিমের অলঙ্কার জিন্স,লেহেঙ্গা,কুর্তা জড়িয়ে।

ডিজে নাচে বিসর্জনে আধুনিক প্রজন্ম,

রঙিন জলের ঢেউয়ে গর্জে ওঠে আছড়ে ফেলে।

 

ভাড়া করা বেডে শুয়ে,জানালার শিকে 

চাঁদের টুকরো খোঁজে জন্মদাতা-গর্ভধারিনী।

দুফোঁটা জলে সবুজ হতে চান না মরুভূমি

বিবেকে গোলাপ সাজায়,গোলাপের গোলামি।

 

রক্ত ঢেলা কাটে যন্ত্রনায়,দশ মাস দশ দিন।

দুধের বোঁটা মুখে তুলে, কাঁধে নিয়ে,

আকাশ ছোঁয়াতে স্বপ্নের প্রদীপ।

ওরাই নাকি সভ্যতায় পরন্ত বেলার জঞ্জাল।

 

গৌতম তালুকদার

কবি, গল্পকার ও সম্পাদক, স্বর্ণচাঁপা

৫১, প্রতাপগড় যাদবপুর

কলকাতা -৭০০০৭৫

 

মোঃ-৯০০৭০৩৫৬৯১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top