You are currently viewing শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা বর্ষার কবিতাগুচ্ছ  বৃষ্টিনামা  ওয়াসীম ফিরোজ

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা বর্ষার কবিতাগুচ্ছ বৃষ্টিনামা ওয়াসীম ফিরোজ

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা
বর্ষার কবিতাগুচ্ছ

ওয়াসীম ফিরোজ

শব্দকুঞ্জ বর্ষা কদম্ব সংখ্যা

বর্ষার কবিতাগুচ্ছ 

বৃষ্টিনামা

ওয়াসীম ফিরোজ

 গাও-গতরভরা টুপটাপ জল

আমার যৈবতী রসে ভিজে যাচ্ছে পৃথিবীর স্নেহাদ্র অঞ্চল

কদমের জামদানি আঁচলে আমি সুভাস বোস

হে প্রেমিকা আমার, তোমার নাকে প্রতিনিয়ত লেগে যাচ্ছি ঘ্রাণের নাকফুল।

 

গাছের শাখায় শাখায় আমার উপস্থিতি

গাছের সমস্তটা জুড়ে শুধু আমি আর আমি

সুন্দরবন কিবা আমার গ্রামের প্রতিটি বৃক্ষদেবী

আমার মোহন রসে থেকে থেকে ভিজে চলছে।

 

শহর-গ্রাম কিবা তার প্রতিটা প্রতিচ্ছবি

মানে রাস্তা, পথ কিবা সড়ক

এবং তার ওপর বয়ে চলা জীবন

রিকশা কিংবা ঠেলা শ্রমিক

আমি মজুরের ঘরের আনন্দ বন্ধ করে দিই;

এ আমার খারাপ কিবা মন্দ স্বভাব!

 

তবে আমি প্রেমিক কিবা কবির ঘরে

চাকভরা মধুর মতো খুশি বিলাইয়া বিলাইয়া চলি

 

আমি কারো কাছে এই বাঙলায় কাঁদাজলের শিকড়

কারোও কাছে শ্রাবণ-আষাঢ় কিবা বর্ষাঢল

কারোও কাছে বৃষ্টি কারো কাছে সৃষ্টি প্রাণোচ্ছল।

আমি তোমাদের পাড়ায় এসেছি গো

আমার সই কদম আমার নাম শ্রাবণ;

আমার রূপ বায়া বায়া পড়ে

তোমাদের কথার খই ফুটে যেমন,

আমি আমার মন্দ স্বভাবের প্রভাবে যে ক্ষয়

তার তরে আজন্ম ক্ষমার্থী।

 

ওয়াসীম ফিরোজ

কবি ও সম্পাদক( ভিন্নচোখ)

 

কিশোরগঞ্জ, বাংলাদেশ

Leave a Reply