শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা। নববর্ষের পদাবলি। বাতাবরণের আভা- আবদুর রাজ্জাক

Spread the love

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা
নববর্ষের পদাবলি

বাতাবরণের আভা
আবদুর রাজ্জাক

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা

নববের্ষর পদাবলি

বাতাবরণের আভা 

আবদুর রাজ্জাক                                                

দুঃখরেখা টেনে নিরন্ন ডুমুরের পাতা, মর্মসমেত এই তটরেখা

কতদূর গেছে? চারদিকে বৃষ্টি, অন্যপ্রান্তে খাঁ খাঁ দুপুর,

কোথায় গড়িয়ে পড়ে অবনত নীল, তরতাজা হলুদ বাতাবরণের আভা।

মেহেদি পাতার রসে লাল নীরবতা তৈরিই ছিলো—–তবুও

অহেতুক কাঁটা, গোলাপ বন্ধন থেকে যদি ফিরে আসি, তবে সে

একটিই গোলাপ, হেসে হেসে খুলে দিও খোঁপা।

 

পরিনামহীন প্রবল বাসনা তামাশাই বটে।

প্রতিদিন সন্ধ্যা নামে, নিত্যসন্ধ্যা, পরিধিও বাড়ে, পরম্পরা।

দিনগুলো— দুলতে থাকে, বাতাসে, গমখেতে।

মায়াবনে কে গায় গোধূলি অতীত!

 

সোনাঝুরি রোদ, কাঁপে হাহাকার, দূর পারাবার, শিমুলগঙ্গায় চাঁদ,

ক্রন্দসী রোদে ভেজে আমার গমখেত,

কাকাতাড়–য়ার চোখে কালোরেকর কাজল দিয়েছে টেনে অন্ধজনে,

সবচে ভালো গায়, সব’চে ভালো দেখে অন্ধজনই।

 

 

আহা আমি যদি অন্ধ হতাম: সমস্ত গোধূলি আমার পারাপার হত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top