শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা। নববর্ষের পদাবলি। হাজিরা খাতা- আতাউর রহমান মিলাদ

Spread the love

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা
নববর্ষের পদাবলি

কবিতা: হাজিরা খাতা
আতাউর রহমান মিলাদ

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ
সংখ্যা

নববের্ষর পদাবলি

 

হাজিরার খাতা

আতাউর রহমান মিলাদ

ভিড়ের মাঝে একা হয়ে যাই

খেয়াল করিনি,কখন যে-

কাছের মানুষগুলো অচেনা হয়ে গেছে

সহসাই চলে গেছে দৃশ্যের আড়ালে

কাকে,কখন যে দেখেছি কোথায়,বা 

আদৌ দেখিনি

                আজ আর মনে পড়েনা…

 

হাজিরার খাতায় কাটা যায় নামের তালিকা!

সবাই নিজের বন্দনা করে ধ্যানে জ্ঞানে

কে কাকে কোন ফাঁকে নেয় কিনে

সে কথা বুঝতে পারিনি কুশলচক্রে

বাইরের আলো জ্বলে উঠলেই 

প্রকট হয়ে ওঠে ভেতরের অন্ধকার…

 

কফির ধোঁয়ায় মিশে যায় এক চিলতে রোদ

সংশয় গচ্ছিত রেখে হাত পাতি

বেয়াড়া হাওয়ায়

সেও দেখি উড়িয়ে নিয়ে যায় মঙ্গলবার্তা

 

রহস্যের ধূলোয়…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top