শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা। নববর্ষের গুচ্ছ কবিতা-রুদ্র সাহাদাৎ

Spread the love

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা
নববর্ষের পদাবলি

রুদ্র সাহাদাৎ এর একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা

নববর্ষের পদাবলি

 

রুদ্র সাহাদাৎ এর একগুচ্ছ কবিতা

 

হাওয়ায় উড়ছে হাওয়া

মনে শহর শাদা কুয়াশায় ঢাকা একটু ওম চায় শরীর

কি বলছি না বলছি, জানে পুড়ামন

উঠোন ছিল কাক ভেজা; বর্ষাকাল মনের গহীন

                 হাওয়ায় উড়ছে হাওয়া —

রোদ মেখে গাঁয়ে দৌড়াচ্ছি সকাল বিকাল

চাদর জড়িয়ে আদর সাজিদ মণি হাসে…

 

 

মিছে অভিনয়

পানশালায় যা কই মনখোলে, আদালতে তার বিপরীত

মনশালায় যা কই শুনে তা কোন শালায়, কেটে যায় রাত

দিনের পর দিন অনন্তকাল মানুষ,সত্য কে মিথ্যে, মিথ্যা কে সত্য বানাতে বানাতে

 ঐপারে গিয়ে কাঁদে। উপরওয়ালা দেয় ডাক কি জন্য গেলি, কি নিয়া আইলি।

দুদিনপর নিকটতম স্বজন স্বার্থে আবারও দেয় দৌড়

       সব মায়া মোহের খেলা, সব মিছে অভিনয়…

 

 

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ফিলিস্তিন দুর্ভিক্ষের ছবি আঁকে

শিশুরা কাঁদে রক্ত মুখে নিখোঁজ বাবা-মা ভাইবোন

মানবাধিকার হারিয়ে গেছে মনুষ্য সমাজ

ভুলেই গেছি মানুষ মানুষের জন্য

ভুলেই গেছি মানুষে মানুষে প্রেমপ্রীতি বন্ধন

ভুলে গেছি খোদা চৌদিক বেজে ওঠে কিসের যেন ধাঁধা

ভুলে গেছি ধর্ম কর্ম ধ্যান জ্ঞান যত শিক্ষা অর্জন

 

ভুলে গেছি সম্পূণরূপে পরকাল…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top