শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা। নববর্ষের পদাবলি। আলম মাহবুবের কবিতা

Spread the love

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা
নববর্ষের পদাবলি

আলম মাহবুব এর কবিতা

যতটা সাদা দেখছ আসলে তা নয় — 

ভেতরে কাহিনী আছে।

সবাইতো আর রাস্তায় নামতে পারে না — নামেও না

কেউ কেউ আবার হৃদপিন্ডটা হাতে করে 

রাজপথে ঠিকই নেমে যায়

কোথাও জ্বলে ওঠে আগুন — কোথাও বৃষ্টির বর্শা নামে

 

সাদা মানেই সাদা নয়, 

ছাড়পত্রের খসড়ায় প্রতিরোধ জমা হয়

রক্তধারা মেশে স্বাধিকারের পতাকায়

 

এতোটা সাদা সহজেই হয় না

তীব্র ঝটিকায়ও প্রতিবাদে জ্বলে ওঠে 

নিঃসঙ্গ প্রদীপের আলো।

লাল চোখ কখনোই বুঝে না মুক্ত হৃদয়ের গান

তারা জানে লুটেরা স্বভাবে কেড়ে নিতে শিশুর প্রাণ

যুদ্ধে যুদ্ধে পোড়ায় মানবিকতা।

 

আমি আজ সাদা চোখে সাদা দেখি না

আজকাল রাত্রির পোস্টারে 

সাদার ভেতরেই লুকিয়ে থাকে অশুভ হাতের 

কালো ছায়া

 

দিন রাত্রি হয় কালো মেঘ ঢেকে দিলে সাদার আকাশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top