শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা। নববর্ষের পদাবলি। রানা জামান এর কবিতা।

Spread the love

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা
নববর্ষের পদাবলি

রানা জামান এর কবিতা
বছর সীমান্তে হিসাব নিকাশ

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা

নববর্ষের পদাবলি

 

 

বছর সীমান্তে হিসেব নিকেশ
রানা জামান

বছর ফুরিয়ে এলেও আকাঙ্খা দ্রৌপদীর শাড়ি
অতৃপ্তি নদীর ভাঙনের মতো বেড়ে চলে
পেছনে তাকালে পঞ্জিকার পাতাগুলো
মরা বিটপের পাতার মতন ঝরতে থাকে

প্রচেষ্টার ঘাটতি আলপিনের খোঁচা
দিতে থাকে প্রতি লহমায় মনে অবিরাম
শৈথিল্য কোথায় খরগোশের চরিত্রে
ঘুণপোকার মতো কেটে গেছে ব্যর্থতা জুগাতে

এখানেও মুখ ভ্যাঙায় আফসোস
সাফল্যকে ধূলি বানিয়ে দেখাতে বিশাল গহ্বর
ব্যর্থতার মাত্রা কিংবা রকমফের
চোখ দুটো ভেজা করার মাত্রাও নির্ধারণ করে

বছর সীমান্তে পৌঁছে ব্যর্থতার মেট্রোতে চড়াও
হয়ে থাকলে ক্ষয়ে যেতে থাকে হাড় সকল সন্ধির
মেঘের মিনারে জমে থাকা জল
অযুত শিলায় রূপান্তর নিয়ে মাতে ধ্বংসযজ্ঞে

আগামী বর্ষের ইমারত শুধু স্বপ্নের উপর
বানালে তাসের ঘর হতে পারে যেকোনো সময়
ধোয়াশায় গড়া প্রাসাদ সুরম্য
কেবল দর্শনে আবাসের যোগ্য হয় না কখনো

ব্যর্থতাকে ভিত্তি বানিয়ে আগামী বছরের নীড়
বানাতে ব্লুপ্রিণ্ট কাজ দেয় শ-তে শত
গাণিতিক সূত্রে উল্টে গেলে শীলা অবিরাম
কাঙ্খিত ফসল মিলে নির্ধারিত কাল শেষে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top