You are currently viewing শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা। নববর্ষের পদাবলি। রানা জামান এর কবিতা।

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা। নববর্ষের পদাবলি। রানা জামান এর কবিতা।

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা
নববর্ষের পদাবলি

রানা জামান এর কবিতা
বছর সীমান্তে হিসাব নিকাশ

শব্দকুঞ্জ ইংরেজি নববর্ষ সংখ্যা

নববর্ষের পদাবলি

 

 

বছর সীমান্তে হিসেব নিকেশ
রানা জামান

বছর ফুরিয়ে এলেও আকাঙ্খা দ্রৌপদীর শাড়ি
অতৃপ্তি নদীর ভাঙনের মতো বেড়ে চলে
পেছনে তাকালে পঞ্জিকার পাতাগুলো
মরা বিটপের পাতার মতন ঝরতে থাকে

প্রচেষ্টার ঘাটতি আলপিনের খোঁচা
দিতে থাকে প্রতি লহমায় মনে অবিরাম
শৈথিল্য কোথায় খরগোশের চরিত্রে
ঘুণপোকার মতো কেটে গেছে ব্যর্থতা জুগাতে

এখানেও মুখ ভ্যাঙায় আফসোস
সাফল্যকে ধূলি বানিয়ে দেখাতে বিশাল গহ্বর
ব্যর্থতার মাত্রা কিংবা রকমফের
চোখ দুটো ভেজা করার মাত্রাও নির্ধারণ করে

বছর সীমান্তে পৌঁছে ব্যর্থতার মেট্রোতে চড়াও
হয়ে থাকলে ক্ষয়ে যেতে থাকে হাড় সকল সন্ধির
মেঘের মিনারে জমে থাকা জল
অযুত শিলায় রূপান্তর নিয়ে মাতে ধ্বংসযজ্ঞে

আগামী বর্ষের ইমারত শুধু স্বপ্নের উপর
বানালে তাসের ঘর হতে পারে যেকোনো সময়
ধোয়াশায় গড়া প্রাসাদ সুরম্য
কেবল দর্শনে আবাসের যোগ্য হয় না কখনো

ব্যর্থতাকে ভিত্তি বানিয়ে আগামী বছরের নীড়
বানাতে ব্লুপ্রিণ্ট কাজ দেয় শ-তে শত
গাণিতিক সূত্রে উল্টে গেলে শীলা অবিরাম
কাঙ্খিত ফসল মিলে নির্ধারিত কাল শেষে।

Leave a Reply