শব্দকুঞ্জ স্মৃতিময় আষাঢ় সংখ্যা
মাহফুজ আল- হোসেন এর একগুচ্ছ কবিতা

মাহফুজ আল-হোসেন এর একগুচ্ছ বর্ষার কবিতা
অন্যায্য বর্ষণ
লজ্জাবতী জলের সাথে নীলিমার বোতাম খোলা
রোমশ রৌদ্রের মাখামাখিটা অপ্রকাশ্য ছিল না কখনোই
যেমন অপ্রকাশ্য থাকেনা অন্তর্জালে লতানো কোনো অভিবাসী গুঞ্জন
ফিসফাস যতটা সরব নটঘট বললে একরোখা সত্যের ধবধবে জমিনে প্রগাঢ় ম্যাজেন্টা ছড়ানোই
অথচ মৌসুমী প্ররোচনায় উজবুক উত্তুরে হাওয়া হুটহাট এসে কেন যে কানকথা ছড়ালো
এখন বিমর্ষ সময়ের খুবলে খাওয়া চোখ নিংড়ে অন্যায্য বর্ষণ
অথচ অকালবোধনে অনেকেই না বুঝে খুঁজে ফিরছেন চার্বাক দর্শন
পূর্বমেঘ
মন উচাটন বাদলা দিনের আধলা রোদের ফাঁক গলে বৃষ্টির ছাট
খরতপ্ত বাতাসে এত হাহুতাশ -কী জন্য হলো ভারি এ শ্বাসপ্রশ্বাস
ঘরবন্দি তো মনবন্দি নয় -তুচ্ছ প্রাণের মায়ায় আজ বদ্ধ-কপাট
আহাজারি ক্রন্দন কান পাতলেই শুনবে নিকট কিংবা দূরপ্রবাস
পৌরাণিক পূর্বমেঘ একপ্রস্থ শোনোগো আমায় রেখে কৃষিকাজ
নাম ধাম তুমি তো সবই জানো চঞ্চল আমি কার বিরহ বেদনায়
অমল সেই অবয়ব তুমি দেখে নিও বজ্রবিদ্যূতে খুলে মেঘভাঁজ
চোখের কাজলে সুচিত্রিত শৃঙ্গার শর্বরী দেখো আপন আয়নায়
দেখতে ভুলো না টলমল দৃষ্টিপটে কোন সে ছবি রয়েছে আঁকা
স্রষ্টার নিপুণ হাতে গড়া দেহবল্লরী -ভাষ্কর্য সেই সে তুলনাহীনার
জানি না কোন গ্ৰহান্তরের পাষাণে গড়া অন্তকরণ তার ভীষণ ফাঁকা
উপেক্ষার নিরুত্তাপ প্রতিটি প্রহরে গড়েছি ভালোবাসার মিনার
মেঘদূত তুমি নিয়ে যাও বয়ে সে সুদূরিকা সমীপে এ পত্রখানি
ফিরিয়ে দিও আমায় প্রত্যুত্তরে পাওয়া তার প্রেমার্দ্র বর্ষণবাণী
আরেক শ্রাবণের উপান্তে
শ্রাবণের বৃষ্টিবিরহিত মনের প্রাকার ভিজে ওঠে
মেঘের পলেস্তারা খসে পড়ে ইতিহাসের মতন,
আর আমি হাঁটি রৌদ্রের সিঁড়ি ধরে
অথচ সেখানে আর কিছুই যেন নিশ্চিত নয় হিমশীতল উড়ানের মতোন
এখন আমাকে কেউ আমায় শীতল করেনা বৃষ্টিভেজা কলমের মতো
কিংবা অধুনাবাদী চায়ের কাপে ঝড় তোলা উত্তর মানবিকতা
তবুও শ্রাবণের কার্নিশ ধরে এগিয়ে যাক নাক্ষত্রিক উদবেড়ালের নির্বাক কোমলতা…
বৃহন্নলা বরষা
হে হৃদয়হীন বৃহন্নলা বরষা ,
বলো- কীইবা চাওয়ার আছে-
তোমার নির্মম নিস্পৃহতার কাছে ;
না কদম না মেঘমল্লার কিংবা
নগরনটির নুপুর নিক্কণ,
অথবা প্রণয়রিক্ত রতিস্নান
নাহ্ -কিছুই তো অবশিষ্ট নেই আর
তোমার মতো নির্বোধ নীল তিমির কাছে ;
প্রকৃতিদত্ত অসাম্যের এক চতুর্থাংশ স্থলভাগ-
তাও যে গ্ৰাস করতে চাও -অবলীলায়
নির্বিচার নিশ্চুপ ঔপনিবেশিকতায় ।
হায় বরষা – না করুণার খুদকুঁড়ো আর নয়,
ভালোবাসার দাবিও যে ছিল সহৃদয় সকাশে !
জলমগ্ন পর্ণকুটিরে মৃতপ্রায় যক্ষপ্রিয়া,
হেঁয়ালি ছেড়ে বলো- কাগজের নৌকোয় তুমি
কোন সন্দেশ পাঠাবে আজ – সে সুদূরিকা সমীপে ?
কবি পরিচিতি:
মাহফুজ আল-হোসেন নব্বই দশকের ব্যতিক্রমী কবি, প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক ও অনুবাদক এবং অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’- এর সহযোগী সম্পাদক। তিনি দ্বিভাষিক আন্তর্জাতিক লিটারারি জার্নাল Litinfinite এবং বৈশ্বিক বাংলা সাহিত্য বার্ষিকী ‘মা তোর মুখের বাণী’ -এর এডিটরিয়াল বোর্ড মেম্বার। এছাড়াও তিনি অনলাইন লিটারারি পেইজ Poetry and Literature World Vision -এর এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ইমেইল: mahfuzalhossain.bd2018@gmail.com
