শব্দকুঞ্জ স্মৃতিময় আষাঢ় সংখ্যা। এলিজা খাতুন এর একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ স্মৃতিময় আষাঢ় সংখ্যা

এলিজা খাতুন এর একগুচ্ছ কবিতা

এলিজা খাতুন এর একগুচ্ছ কবিতা

মেঘে ঢেকে যেতে যেতে

আধুনিক নকশায় নির্মিত আসবাবপত্রে ক্রমশ পড়তে থাকা
ধুলোর আস্তরণ দেখতে দেখতে আড়মোড়া ভাঙে
বৃষ্টি-আসন্ন ভোরে, জানালায় নেতিয়ে পড়া করলা ডগায় তাকিয়ে

চৌকাঠ ও জনজট ছাপিয়ে ইদানিং মুখর দুপুরগুলো দৌড়ায়
পুরু কালো কোট, বিশালাকায় জোব্বা গায়ে চড়িয়ে

প্রতারক টাইগুলোর দুর্গন্ধযুক্ত লেজের পিছু নিয়েছে
অজ্ঞ কর্কশ কাক ও কাকের ছানাপোনারা

ইতোমধ্যে
শহরের তাবত ডাস্টবিনের সবটুকু দুর্গন্ধ সুড় সুড় করে
আশ্রয় নিয়েছে মোটা কোট-জোব্বার গোপন পকেটে

অন্ধবিশ্বাসী দুপুর চোখ বুজে দৌড়াচ্ছে গোধুলীর দিকে

রাত গভীর! অথচ
 এখনও  তীব্র কাঙ্ক্ষা-

মেঘে ঢেকে যেতে যেতে নিগূঢ় আঁধার শেষে
বর্ধমান সবুজ সতেজ ডগার উম্মোচন

শুষে নেবে বিষাক্ত সমস্ত অচল

 

এই বর্ষায়

 

আষাঢ়ে জানালায় দাঁড়িয়ে
বাইরের বৃষ্টিভেজা কচুবন দেখা নিরর্থক
– এমনটা ভাবা সমীচীন নয়

কচুপাতায় বিন্দু বিন্দু জমে ওঠা জলের টালমাটাল দশায়-
তোমার হৃদয় সম্পর্কে ধারণা পাওয়া যায়

অথচ ঠিক পাশেই দেয়ালের আড়ালে
শুভ্র শ্বেতকাঞ্চন, ধবধবে দোলনচাঁপা
এত বর্ষা ! তবু সাদা রং ধুয়ে যায় না এতটুকু



আন্তঃ আষাঢ়
যান্ত্রিক ত্রুটিযুক্ত বৈরাগ্যময় দুপুর;

শীতল-সমাবেশ থেকে বেরিয়ে-
বিদায়ের পিচপথ টেনে নিয়ে
হাঁটতে শুরু করেছিলে ধুলো রোদের প্রহরায়

অথচ অনন্ত মেঘ হয়ে দাঁড়িয়ে পড়েছিলে বুকের উঠোনে
অন্তঃখরায় বছরভর-
অবিরত ঝরে চলেছো আষাঢ় তুমি

 


বর্ষার অনিবার্য সিক্ততায়

জলে তলিয়ে যাওয়া পথের বিগলিত কাদা মাড়িয়ে
বহুযুগের তৃষ্ণা-কাতরতা চোখে আর বুকে বেঁধে
অবিরাম শ্রাবণে পৌঁছে

সন্ধ্যার বৈরাগ্যে দেখি- এক আকাশ কালো রং মেখে
স্বমহিমায় দিগন্ত জুড়ে দাঁড়িয়ে যে মেঘ
তার চোখে স্মৃতির ধারাস্রোত…

বৃক্ষ আর জলে মাখামাখি প্রহর খুঁটে খুঁটে
হৃদয়ে মস্তিষ্কে বৃষ্টির নৈবেদ্য সাজিয়ে
ফাল্গুনে যে ফুল শুষ্ক হাত ছুঁয়ে দিয়েছি তোমায়
বর্ষার অনিবার্য ধারায় সে-ও কি সিক্ত নয় !

লেখক পরিচিতি-
এলিজা খাতুন, ১৯৮১ সালের ২ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার অরুণবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। মহানন্দা নদীতীরে বেহুলা গ্রামে পৈত্রিক বাড়ি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এম.এসসি গণিত বিষয়ে পড়াশোনা। সাতক্ষীরা জেলায় বসবাস এবং একটি মানব-সেবাধর্মী প্রতিষ্ঠান ‘ঋশিল্পী’ এর হস্তশিল্প বিভাগে এক্সিকিউটিভ-এইচ.আর পদে দায়িত্বরত।

প্রকাশিত কাব্যগ্রন্থ :
১)নৈঃশব্দ্য ছোঁয়া জল, ২)মধ্যরাতের খামে, ৩)ভাঙনকাল, ৪)শ্রাবণ জানালা, ৫)রোদমাখা চিঠি, ৬)গহীনে দাহ, ৭)আরাধ্য পথের দিকে, ৮)মুমূর্ষু মোকামে, ৯)চিটেধান, প্রার্থনামগ্ন মাটি, ১০)এইসব দাহ ও স্রোত, ১১)চৌকাঠে শালুকপোড়া দুপুর।

প্রকাশিত গল্পগ্রন্থ :
১)বর্গামাটি, ২)ভাটির টানে, ৩)আগুনগোঁজা মাটি, ৪)রক্তসমুদ্র ও একুশ আখ্যান ৫)কালো জোয়ার

এলিজা খাতুন
কবি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top