শব্দকুঞ্জ স্মৃতিময় আষাঢ় সংখ্যা। শামীম ইমাম এর একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ স্মৃতিময় আষাঢ় সংখ্যা
শামীম ইমাম এর একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ স্মৃতিময় আষাঢ় সংখ্যা

শামীম ইমাম এর একগুচ্ছ কবিতা

      

প্রয়াণে প্রেমাস্পদ

কখনো কখনো বেঁচে থাকার চেয়ে মৃত্যুটাই বুঝি শ্রেয়;

জীবন্ত দেহের চেয়ে নিথর দেহ অনেক শক্তিশালী, প্রেমময়।

যাকে ঘৃণা ভরে ভর্ৎসনা করা যায় নির্দ্বিধায়,

অদৃশ্য খঞ্জরে ফালা ফালা করা যায় অহরহ যার হৃদয়,

মৃত, নিথর অবস্থায় তাকেও বড় আপন মনে হয়!

 

একটা মৃত দেহ! নিথর অবয়ব!

আহ্ কত মূল্যবান হয়ে উঠে মানুষের কাছে!

একটা লাশ! চাওয়া নেই কিছুই তার,

কিছু পাওয়ার কিংবা হারাবার কোন ভাবনা নেই,

আনন্দ কিংবা বেদনার কোন অনুভতি নেই,

শুধুই নিঃশব্দে পড়ে থাকা;

তবু তাকে ঘিরেই চলে মেকি উৎসব, যত আয়োজন!

যদিও এ সবই নিষ্ফলা, নিষ্প্রয়োজন।

 

যারা একদা ঘৃণা করেছিল তারে প্রাণ ভরে,

যারা একদা উপহাস করেছিল তারে,

যারা একদা ব্যঙ্গ-বিদ্রুপে, শত অপবাদে কিংবা অবহেলে- 

ছুঁড়ে দিয়েছিল অচ্ছুত আস্তাকুঁড়ে;

তারাও আজ হায়! তাকে ভালবাসে বলে দাবী করে!

 

যে জীবন পায়নি কোন প্রেম- ক্ষণিকের তরে,

শুধুই প্রবঞ্চনার প্রলেপে ঢাকা মোহের জালে আটকে

কেটে গেছে সহস্র প্রহর যার; বেদনার নীল রঙে রঙ্গীন যে হৃদয়,

চেয়ে দেখে নাই কেহ তার দহন কিংবা ক্ষয়;

হায়! আজি তাকেই প্রেমাস্পদ বলে মনে হয়!  

 

আহা রে জীবন! বড় মূল্যহীন জীবন!

ঝরা পাতার মতো জীবন!

পদ পিষ্ট হতে হতে পাতারা যেমন মৃত্তিকার সাথে মিশে-

তাকে উর্বর আর দামী করে তুলে- নিজেকে ধন্য মনে করে,

তেমনি ভাবে- মৃত্যুর সাথে মিশে জীবনও যেন-

কিছু অনাহুত প্রেম পেয়ে, না পাওয়ার বেদনা ভোলার-

মিথ্যে অভিনয় করে।

 

বিস্মৃত স্মৃতির ফাঁদে

অনেক হয়েছে হাঁটা এই পৃথিবীর পথে;

কখনো দুরন্ত ঘোড়ার মতো ছুটে গেছি, লক্ষ্যটা সবার আগে-

ছুঁয়ে দেখবো বলে;

কখনো প্রশান্ত নদীর মতো ছুটে, কল কল রবে

ধীরে, অতি ধীরে- নিঃশব্দে মোহনায় মিশবো বলে;

কখনো অবুঝ উম্মাদের মতো ছুটে গেছি, এই শহর থেকে সেই শহরে,

প্রতিটি অলিতে-গলিতে, তন্ন তন্ন করে খুঁজে দেখেছি,

অস্পৃশ্য সুখটা স্পর্শ করবো বলে।

অত:পর,

কালের অমোঘ বিধানের কাছে নিজেকে সমর্পন করে

স্থির হয়েছি একদিন; ক্লান্ত, শ্রান্ত দেহে।

 

কি জানি কি কারণে হায়, আজি মন শুধু ফিরে যায়,

ফেলে আসা পথে;

সহস্র বিস্মৃত স্মৃতি, দিয়ে যায় মনে উঁকি

অযথাই বারে বারে;

যে জীবন হয়নি যাপন, কেন তবে প্রতিক্ষণ,

আজি তাড়া করে মোরে?

 

সহস্র দিনের আগে, যে পথ গিয়েছে বেঁকে,

সে পথই খুঁজে ফিরে, ভোলা মন অবশেষে-

জীবন সায়াহ্নে বসে;

যে জীবন হয়নি যাপন, তারই তরে কাঁদে মন,

 

আজি অবেলায় এসে।।

শামীম ইমাম
কবি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top