শব্দকুঞ্জ স্মৃতিময় আষাঢ় সংখ্যা। গৌতম তালুকদার এর একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ স্মৃতিময় আষাঢ় সংখ্যা
গৌতম তালুকদার এর একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ স্মৃতিময় বর্ষা সংখ্যা

গৌতম তালুকদার এর একগুচ্ছ কবিতা

একাকি 

নিঃসঙ্গ একাকি এ জীবন

জীবনের সিংহ ভাগ স্মৃতি।

স্মৃতির ঠাঁই হয় এক একটি 

গাঢ় নীল শঙ্খের পদ্ম পুকুরে।

 

নিঃসঙ্গ একাকি এ জীবন 

ভোরের সূর্য দেখে ভারি চোখে।

গোধূলি আসে উদাসীনতা টেনে

যোগ বিয়োগ গুণ ভাগে অমিল।

নিঃসঙ্গ একাকি এ জীবন 

লক্ষ্যহীন চড়াই উৎরাই।

ঝড় বৃষ্টি মেঘ অনুভূতি হীন 

পথের সন্ধানে পথ খোঁজে না।

 

নিঃসঙ্গ একাকি এ জীবন 

সাগরের ঢেউ ন দেখে না মগ্নতায়

পাখির দের উড়ে যাওয়া খোঁজে, 

রাত গভীর নক্ষত্র পুরুষের দেশে।

 

গোপাল 

 

 

আমাকেও গোলাপ দেবে জানি

তবে, লাল, হলুদ, গোলাপী, সবুজ নয়, 

কালো গোলাপ;

যা সচারাচর দেখাই যায় না।

 

এক বার এক পাহাড়ি মেয়ের 

হাতে দেখেছিলাম মেয়েটি, 

মেঘ ভেঙে ভেঙে উপরে উঠছিল 

আমার সাথে দেখা হতেই,

লুকিয়ে চোখ মুছে ,বললো-

তুদের শহুরটাতে লিয়ে,যাবি বাবু ? 

 

কি বলবো ! চিনি না তো

জিজ্ঞাসা করি হাতে ওটা কি ?

 

ফুলটা দিয়ে গেলো পিয়ার করে

লিয়ে যাবে বলে গেলো;

কিন্তুক, মাস গেলো বছর গেলে 

এটাও রং বদলালো,

লাল রং কালো হয়ে গেলো

তবু যতন করে রেখে দিয়েছি রে 

এটা লিয়ে যাবো যদি দেখাটা হবে,ওর সাথে।

 

কেনো ডাকো

ইছামতি কেনো ডাকো বাঁকের মুখে

ডোবাতে কি চাও উজান স্রোতে !

শিখিনি ভাটিয়ালি গান,কেবলি

নুন ঘামে ভেজা শরীর পায়ে শিকল ।

 

নিয়েছো কেড়ে অস্তিত্ব খেয়ালের বসে

কেনো ডাকো নদী তুমি ভরা যৌবনে ?

চাঁদ পানা লাবণ্যে ক্ষয়ে গেছে চোখ

কেবলি পড়ে আছে ঘুন মরিচার মাংস পিণ্ড।

 

গুঁটি শুঁটি  দলা পাকানো বাদাম 

কোঁচকানো লোমকূপে দরদী বাতাস 

নেমে আসা বটের ঝুড়ি ডিঙি ভরসা এযাবৎ

তাও কি ছিনিয়ে নেবো মায়াবী টানে ?

 

ইছামতি কেনো ডাকো বারে বারে

ভোরের সূর্য পরন্ত বিকেলে 

পাখির চোখে চেয়ে থাকে

মালতীর সন্ধ্যায় নোঙর বেঁধে ঘাটে। 

 

এ জগৎ সংসার 

পুরুষ সমস্যা সমাধানে সচেষ্ট হয়ে

খোঁজে প্রিয় সে মুখ,মমতাময়ী,স্নেহময়ী,

অসুর নাশিনী যুগে যুগে সৃষ্টির গর্ভধারিনী।

 

এ ঘর সংসার ভেঙে টুকরো টুকরো 

হয়ে যায় অপবিত্র স্পর্শে শূণ্যতার  

বুঝলেও খুলে বসে অঙ্কের খাতা ।

 

পুরুষ কর্তব্য পরায়ন, দায়িত্বশীল 

বাগান সাজাতে বদ্ধ পরিকর,

কাঁচের মতো,উদাসীন।

অনুপস্থিতি অন্ধকারে হারাতে পারে,

ভেসে যেতে পারে উর্বর বাগান।

অনুপস্থিতিতে ঘুণ পোকার দখলে !

 

 

গৌতম তালুকদার 

৫১,প্রতাপগড় যাদবপুর 

কোলকাতা -৭০০০৭৫

মোঃ –    ৯০০৭০৩৫৬৯১

কবি-গৌতম তালুকদার।

জন্ম-১৯৬৮ ইং

জন্ম অধুনা বাংলাদেশের, ফরিদপুর জেলার অন্তর্গত রামপাশা গ্ৰাম।

পিতা -কানাই তালুকদার। 

মাতা-বিমলা রানী তালুকদার।

কবি বর্তমানে কোলকাতা নিবাসী।

বিগত চার দশক শব্দ -সৃজনের কাজ করে চলেছেন ।

দেশ -বিদেশের ছোট কাগজ লিটিল ম্যাগাজিন বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখেই চলেছেন আজও

কবিতা,ছড়া,ছোট গল্প,অনু গল্পো,বড় গল্প,গানের কথা।

মূলতো কবি তাঁর প্রথম

কাব্যগ্রন্থ ‘ধন্যবাদ নেলসন ম্যান্ডেলা’ ১৯৯০ সালে প্রকাশ হয়। 

দ্বিতীয় কাব্য গ্ৰন্থ -‘ডুবে গেল চাঁদ’ প্রকাশ হয় ১৪২৯‌ শারদীয়ায়। কব্যগ্ৰন্থটি গুণীজন ও কবিতা প্রেমি পাঠকের প্রশংসা লাভ করে। 

কাব্যগ্রন্থটির দ্বিতীয় সংস্করণ চলছে।

তৃতীয় কাব্যগ্ৰন্থ ‘মৃত্যু কে বলছি’ প্রকাশ হয় কোলকাতা ৪৬ তম আন্তর্জাতিক বই মেলা ২০২৩ -এ(২য় সংস্করণ চলছে)। 

৪র্থ কাব্যগ্ৰন্থ ‘নদী প্রিয়া’ ও শহিদ স্মরণ গল্প সংগ্ৰহ প্রকাশ হয় ২০২৩ -এ শারদীয়ার আগে। অণুগল্প সংকলন ‘ভোকাট্টা’ প্রকাশ ১৪৩০ বৈশাখ মাসে।

কবির সম্পাদনায় -কাব্য সংকলন – “প্রিয় ৩০ ” (প্রথম খন্ড)গত ২০২৪ আন্তর্জাতিক বইমেলা প্রকাশ হয় বহু প্রশংসিত হবার পর দ্বিতীয় সংস্করণ চলছে।প্রিয় “৩০” কাব্য সংকলন ( দ্বিতীয় খন্ড) কাজ শুরু হয়েছে।

কবির সম্পাদনায়-কোলকাতা লিটিল ম্যাগাজিন মেলায় প্রকাশ হয়েছে “এপার বাংলার নির্বাচিত গল্পসংগ্রহ”। প্রশংসিত হবার পর (দ্বিতীয় সংস্করণ কাজ চলছে)

কবির লেখা অনেক লিরিক (গানের কথা) প্রসিদ্ধ কন্ঠশিল্পী কন্ঠে গাওয়া হয়েছে এবং সেগুলো ক্যাসেটে প্রাকাশ পায়।

কবি নিয়মিত লিটল ম্যাগাজিনে লেখক, বিভিন্ন পত্র পত্রিকা,পশ্চিম বঙ্গ বাংলাদেশ, বিদেশের  পত্র পত্রিকা,অনলাইন পত্রিকা নিয়মিত লেখেন।

কবি-সহ সম্পাদক বাংলার লেখা ই-ম্যাগাজিন পত্রিকা ও খেয়া৯(খেয়ালী) একটি সাহিত্য পত্রিকার সহ সম্পাদক মণ্ডলীর একজন।

আত্মজন পত্রিকার সহ সম্পাদক( LITTLE MAGAZINE’S WRITERS IN NEED(WIN)

স্বর্ণচাঁপা পত্রিকা ও প্রকাশনার প্রধান সম্পাদক (কর্ণধার)।নিরলস সাহিত্য -কর্ম করে চলেছেন।

 

গৌতম তালুকদার

৫১,প্রতাপ গড় , যাদবপুর

কোলকাতা -৭০০০৭৫

মোঃ-৯০০৭০৩৫৬৯১

Email ID- gtalukder14@gmail.com

   &        Swrnachapapatrika@gmail.com

 

 

গৌতম তালুকদার
কবি ও গল্পকার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top