শব্দকুঞ্জ স্মৃতিময় আষাঢ় সংখ্যা
অনন্ত পৃথ্বীরাজ এর একগুচ্ছ কবিতা
অনন্ত পৃথ্বীরাজ-এর একগুচ্ছ কবিতা
প্রেম
অপেক্ষাগুলো নির্জন পথের মতো-
একা একা দিগ্বিদিক; কেবলি খাবি খায়।
তাড়া খাওয়া মাছেরা কখনো শান্তিতে ঘুমায় না!
তোমাকে ভালোবাসি বলে-সবকিছু নীরবে সয়েছি;
তোমার অবহেলায় তাই নিজেকে গুটিয়ে নিয়েছি।
রংতুলি, পেন্সিল
বিষন্ন বিকেল; গল্পগুলো ছড়িয়ে আছে চারদিকে,
ভাত-ঘুম-জ্বর চোখের পাতায়, নিশি কেটে যায় নির্ঘুম।
অবেলাটুকু পড়ে থাকে টুকরো চিঠি মতো
অকেজো কবিতার খাতায় ।
মনটা কেমন উদাস উদাস লাগে!
আকাশে তুলোর মতোন মেঘ উড়ে যায়;
নিশ্চিত বৃষ্টি হবে জেনেও মেঘ নামে না।
কত কাজ জমাপরে আছে- অবহেলার গহ্বরে
তবুও নিত্য কোকিল গান গায়।
হলুদ পাঞ্জাবিটা আবার পড়েছি;
বিষন্ন সময়ের গল্পগুলো মরে যাবে হয়তো-
তোমার মনের গহিণকোণে আমি তো নেই আর!
সেখানে বসতি গড়েছে অন্য কেউ।
ডানাকাটা পরী
দোয়েল, কোয়েল, ময়না শালিক
ও ভাই একটু কাছে এসো নাহ্-
মিনির ডাকে সাড়া দিয়ে,
এসে দুধ-ভাত খেয়ে যাও নাহ্।
স্বপ্নগুলো পাখাওয়ালা
ডানা কাটা পরী
মায়ের কাছে লেখাপড়ার
হয়েছে হাতেখড়ি।
ডেটিং
তোর মতো আমিও পাখি হবো
ঘুরে বেড়াব সমগ্র আকাশময়-
আর যদি মানুষ হই, তবে বর্ষার জলে
ভিজবো বলে বাসা থেকে বের হবো।
মাখামাখি ভালোবাসা হবে দুজনার…!